1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনা ও শুল্ক ছাড় পরিকল্পনা ব্রহ্মপুত্র নদে চীনের জলবিদ্যুৎ প্রকল্প মেগা-ড্যামনির্মাণ শুরু, উদ্বিগ্ন ভারত ভিয়েতনামের হা লং উপসাগরে নৌকা ডুবে ২৮ জনের মৃত্যু, অনেকে নিখোঁজ বাংলাদেশ নারী ফুটবল দলের শ্রীলঙ্কার বিপক্ষে ৫-০ গোলের দুর্দান্ত জয় খুলনায় বিষাক্ত বাংলা মদপানে ৫ জনের মৃত্যু, আরও ২ জন হাসপাতালে সোহরাওয়ার্দীতে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে লাখো মানুষের ঢল মামুন রেজার স্মরণে দিঘলিয়া প্রেসক্লাবে দোয়া মাহফিলের সিদ্ধান্ত গৃহীত কাহারোলে আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির আহ্বায়ক কমিটি গঠন বিশ্বজুড়ে বাজেট সংকটে ১ কোটির বেশি শরণার্থী ঝুঁকিতে: জাতিসংঘের সতর্কতা চূড়ান্ত সংগ্রামের রুপরেখা দিয়েছেন তারেক রহমান: রিজভী

পিরোজপুরে জমি বিরোধে খুন: ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড, খালাস ২ জন

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
পিরোজপুরে জমি বিরোধে খুন: ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড

পিরোজপুরের নাজিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৬ জুলাই) দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মজিবুর রহমান এই রায় ঘোষণা করেন। একই মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় দুইজনকে আদালত খালাস দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, হাতেম আলী শেখ (৬৬) – মৃত্যুকালে অভিযুক্ত ছিলেন, মাজেদুল ইসলাম ডালিম (৪১) – হাতেম আলীর ছেলে, সেলিম শেখ (৪৬) – হাতেম আলীর ছেলে, মোঃ জাহাঙ্গীর শেখ (৫১)। তবে মামলার চলাকালীন সময়েই হাতেম আলী শেখ মারা যান, ফলে তার সাজা কার্যকর হবে না।

খালাসপ্রাপ্তরা হলেন, সেফালি বেগম (৫৬) – হাতেম আলীর স্ত্রী, হাসি বেগম (৩৮) – জাহাঙ্গীর শেখের স্ত্রী।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৭ সালের ৭ ডিসেম্বর জমি সংক্রান্ত পুরনো বিরোধের জেরে নাজিরপুর উপজেলার মধ্য হোগলাবুনিয়া গ্রামের বাসিন্দা বাদশা শেখ যখন ধান শুকাতে অন্যত্র যাচ্ছিলেন, তখন প্রতিপক্ষের ১৪-১৫ জন লোক তার ওপর হামলা চালায়। তারা তাকে পিটিয়ে গুরুতর আহত করে এবং হাসপাতালে নিতে বাধা দেয়।

পরবর্তীতে পুলিশি সহায়তায় বাদশাকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানেই পরদিন সকালে তার মৃত্যু হয়। ঘটনার দিনই বাদশার স্ত্রী আকলিমা বেগম ১৩ জনের নাম উল্লেখ করে এবং আরও ৩-৪ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে পুলিশ ৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। বিচারিক প্রক্রিয়া শেষে আদালত চারজনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন এবং বাকি দুইজনকে খালাস দেন। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্তরা সবাই আদালতে উপস্থিত ছিলেন।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়, জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ থেকেই এই নির্মম হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আইনের শাসন প্রতিষ্ঠায় এ ধরনের রায় সময়োচিত ও ন্যায়সংগত।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট