1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে ভ্রাম্যমাণ আদালতে টিয়েন্স প্রতিষ্ঠানের ৫ জনের কারাদণ্ড কাউখালীতে জমজমাট ভাসমান হাটে আমন ধানের চারা বিক্রি পিরোজপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক বেঞ্চ ভাঙ্গারিতে বিক্রি ঝিনাইদহে জমি বিক্রির নামে ১৫ লাখ টাকা প্রতারণা, গৃহবধূ সর্বস্বান্ত পিরোজপুরে জুলাই যোদ্ধা ও ছাত্রদল নেতার উপর সন্ত্রাসী হামলা, আহত ৬ শৈলকুপায় খাল থেকে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ বিদেশি অপরাধী গোষ্ঠী দমনে কঠোর পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র: রুবিও মহানবী (সা.)-এর জীবনাদর্শেই বিশ্বশান্তি ও কল্যাণ নিহিত: প্রধান উপদেষ্টা বাংলাদেশের মাথাপিছু জিডিপি বেড়ে ২ হাজার ৫৯৩ ডলার, এগিয়ে ভারত কদমতলী থেকে অপহৃত মাদরাসাছাত্রকে নারায়ণগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১

ইন্দুরকানীতে সিএনজির ধাক্কায় বৃদ্ধ পান ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
ইন্দুরকানীতে সিএনজির ধাক্কায় মৃত্যু

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় সিএনজির ধাক্কায় মোঃ নুরুল ইসলাম হাওলাদার (৭০) নামে এক বৃদ্ধ পান ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে ইন্দুরকানী-চন্ডিপুর মহাসড়কের গোডাউন সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম উপজেলার দক্ষিণ ইন্দুরকানী গ্রামের ০৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত আসমত আলী হাওলাদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নুরুল ইসলাম মাগরিবের নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন। রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় পিরোজপুর থেকে আসা একটি অতি দ্রুতগামী সিএনজি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু সেখানে কর্তব্যরত কোনো চিকিৎসক উপস্থিত না থাকায় চিকিৎসক সহকারী (স্যাকমো) মনিমোহন মিস্ত্রী চিকিৎসা দিতে ব্যর্থ হন। এরপর তাকে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয় এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পথে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

এ বিষয়ে ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মারুফ হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবার সিএনজি চালকের বিরুদ্ধে কোনো অভিযোগ না করায় এবং তাদের লিখিত অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়রা বলছেন, দ্রুতগামী যানবাহন ও রাস্তার পাশে পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় এমন দুর্ঘটনা প্রায়ই ঘটে। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট