1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
সোমবার, ২১ জুলাই ২০২৫, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নভেম্বর পর্যন্ত সারের পর্যাপ্ত মজুত আছে: কৃষি উপদেষ্টা সাফ অনূর্ধ্ব-২০ নারী টুর্নামেন্ট: শিরোপার লড়াইয়ে আজ বাংলাদেশ-নেপাল মুখোমুখি ম্যাচ দুই মিনিট দেরিতে শুরুর দায়ে বাফুফেকে এএফসির ১৫০০ ডলার জরিমানা ২৮ বছর পর ফিরছে নিকোল কিডম্যান ‘প্র্যাকটিক্যাল ম্যাজিক ২ ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে শান্তি আলোচনায় বসতে চায় কিয়েভ যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কে উদ্বেগের প্রয়োজন নেই: রিজওয়ানা হাসান ৯ বছর পর পাকিস্তানকে ৭ উইকেটে হারালো টাইগাররা হেফাজতে ইসলামের সংবাদ সম্মেলনে জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস প্রত্যাহারের দাবি “যদি নেন পর্চা, দিতে হবে খরচা” ইন্দুরকানীতে ভূমি অফিস সহায়কের রমরমা ঘুষ বাণিজ্য ঝিনাইদহে শহীদ স্মরণে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচি

২৮ বছর পর ফিরছে নিকোল কিডম্যান ‘প্র্যাকটিক্যাল ম্যাজিক ২

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫
নিকোল কিডম্যান,
নিকোল কিডম্যান

১৯৯৮ সালে মুক্তি পাওয়া রহস্য ও জাদুতে মোড়া হলিউড সিনেমা প্র্যাকটিক্যাল ম্যাজিক অগণিত দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিল। দুই জাদুকরী বোন স্যালি ও জিলিয়ান ওয়েনসের প্রেম, ট্র্যাজেডি ও আত্মশক্তির গল্প যেন এক ভিন্ন অভিজ্ঞতা দিয়েছিল দর্শকদের। আর সেই ম্যাজিক এখন ফিরছে আরও বড় পরিসরে, ২৮ বছর পর নির্মিত হচ্ছে প্র্যাকটিক্যাল ম্যাজিক ২

এই সিক্যুয়েলে আবারও জিলিয়ান ওয়েনস চরিত্রে অভিনয় করছেন অস্কারজয়ী অভিনেত্রী নিকোল কিডম্যান। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে দেওয়া এক ভিডিওতে তিনি জানিয়েছেন এই সুখবর। ভিডিওতে দেখা যায়, নিকোল ও সান্ড্রা বুলক হাসিমুখে শুটিং সেটে দাঁড়িয়ে, পাশে জ্বলজ্বল করছে প্র্যাকটিক্যাল ম্যাজিক ২ সিনেমার লোগো। ক্যাপশনে নিকোল লিখেছেন, “জাদুকরিরা ফিরে এসেছে।”

মাত্র কয়েক ঘণ্টায় ভিডিওটি ভাইরাল হয়ে যায়। ভক্তদের উচ্ছ্বাসে ভেসে যাচ্ছেন অভিনেত্রীরা। নিকোল কিডম্যান বলেন, “পুরোনো জাদু আর নতুন কিছু আশ্চর্য নিয়ে ফিরছি। ওয়েনস বোনদের গল্প এবার আরও বড়, আরও গভীর।” প্রথম দিনের শুটিং নিয়ে তিনি জানান, স্যালির সঙ্গে রান্নাঘরের সেই বিখ্যাত দৃশ্যটি আবারও ধারণ করা হয়েছে। ৯০-এর দশকে কাজ করার স্মৃতি যেন ফিরে এসেছে।

সিনেমাটি পরিচালনা করছেন সুজানে বিয়ার, যিনি নতুনত্ব এনেছেন ক্যামেরার কাজ ও গল্প বলার ধরনে। তবে ওয়েনস বোনদের রসায়ন রয়েছে আগের মতোই। নিকোলের মতে, “জিলিয়ান চরিত্রটি আমার ক্যারিয়ারের অন্যতম প্রিয়। সে যেমন রহস্যময়, তেমনি মানবিক। আবারও এই চরিত্রে অভিনয় করতে পেরে আমি রোমাঞ্চিত।”

তিনি আরও বলেন, প্র্যাকটিক্যাল ম্যাজিক সিনেমাটি নারীশক্তির প্রতীক হয়ে উঠেছিল, আর এই সিক্যুয়েলও সেই বার্তা বহন করবে আরও জোরালোভাবে।

প্রত্যাশা করা হচ্ছে, প্র্যাকটিক্যাল ম্যাজিক ২ আগামী বছরের ১৮ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে। নতুন প্রজন্মের দর্শক এবং পুরোনো ভক্তদের জন্য এটি হতে যাচ্ছে এক অনন্য জাদুকরি অভিজ্ঞতা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট