1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে ভ্রাম্যমাণ আদালতে টিয়েন্স প্রতিষ্ঠানের ৫ জনের কারাদণ্ড কাউখালীতে জমজমাট ভাসমান হাটে আমন ধানের চারা বিক্রি পিরোজপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক বেঞ্চ ভাঙ্গারিতে বিক্রি ঝিনাইদহে জমি বিক্রির নামে ১৫ লাখ টাকা প্রতারণা, গৃহবধূ সর্বস্বান্ত পিরোজপুরে জুলাই যোদ্ধা ও ছাত্রদল নেতার উপর সন্ত্রাসী হামলা, আহত ৬ শৈলকুপায় খাল থেকে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ বিদেশি অপরাধী গোষ্ঠী দমনে কঠোর পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র: রুবিও মহানবী (সা.)-এর জীবনাদর্শেই বিশ্বশান্তি ও কল্যাণ নিহিত: প্রধান উপদেষ্টা বাংলাদেশের মাথাপিছু জিডিপি বেড়ে ২ হাজার ৫৯৩ ডলার, এগিয়ে ভারত কদমতলী থেকে অপহৃত মাদরাসাছাত্রকে নারায়ণগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১

নভেম্বর পর্যন্ত সারের পর্যাপ্ত মজুত আছে: কৃষি উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ২১ জুলাই, ২০২৫
নভেম্বর পর্যন্ত সারের পর্যাপ্ত মজুত আছে: কৃষি উপদেষ্টা
কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী । ছবি: সংগৃহীত

দেশে আগামী নভেম্বর মাস পর্যন্ত সারের কোনো ঘাটতি হবে না বলে আশ্বস্ত করেছেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, মালয়েশিয়ায় সারের দাম বেড়ে যাওয়ায় সরকার বিকল্প দেশ থেকে সার আমদানির উদ্যোগ নিচ্ছে।

সোমবার (২১ আগস্ট) কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, “বর্তমানে দেশে সারের পর্যাপ্ত মজুত রয়েছে। কৃষকদের যেন কোনো ধরনের দুর্ভোগ না হয়, সে বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে।”

তিনি আরও জানান, সারের ডিলারশিপ নিয়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি অনিয়ম বা কারসাজিতে যুক্ত থাকে, তাদের লাইসেন্স বাতিল করে নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে। ডিলারশিপ নীতিমালায় এমন পরিবর্তন আনা হচ্ছে যাতে কৃষকদের স্বার্থ সর্বোচ্চভাবে সুরক্ষিত থাকে।

আলুর দরপতন প্রসঙ্গে তিনি বলেন, “এই বছর আলুর ন্যায্য দাম পাননি কৃষকরা। ভবিষ্যতে যেন এ ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য সরকার সারাদেশে ১০০টি কোল্ড স্টোরেজ চালুর পরিকল্পনা করছে।”

সংবাদ সম্মেলনে কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পে যন্ত্রপাতি ক্রয়ে অনিয়ম প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি জানান, বিষয়টি দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করছে এবং প্রমাণ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

কৃষি খাতের স্বচ্ছতা, জবাবদিহি ও কৃষকদের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে সরকারের এসব পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন খাতসংশ্লিষ্টরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট