1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে সমৃদ্ধি কর্মসূচির আওতায় দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান কালীগঞ্জে কিন্ডারগার্ডেন এন্ড প্রি-ক্যাডেট বৃত্তি পরীক্ষা ২০২৫ সম্পন্ন ঝিনাইদহে তারুণ্যের উৎসব: প্রমীলা কাবাডির সমাপনী ও মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন দিঘলিয়ায় নারী ও শিশু নির্যাতন মামলার আসামি শাহিন মিয়া গ্রেপ্তার ঝিনাইদহে মানবাধিকার ডিফেন্ডারস নেটওয়ার্কের পুনর্গঠন সভা অনুষ্ঠিত দিঘলিয়ায় সাংবাদিক মনিরকে জীবননাশের হুমকি, থানায় জিডি দায়ের বিএনপি-জামায়াত নিধনের অভিযোগে আলোচিত ওসি জাবীদ এখন ঝিনাইদহ পিবিআইতে খুলনার দিঘলিয়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দুর্দান্ত শুরু বাংলাদেশের, আফগানিস্তানকে হারিয়ে হ্যাটট্রিকের পথে যুবা টাইগাররা ইমরান খানকে ঘিরে পোস্ট দমন করছে এক্স? ইলন মাস্কের প্ল্যাটফর্মের বিরুদ্ধে জেমিমার অভিযোগ

গাজায় জাতিসংঘের ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি গুলিতে নিহত ৬৭ ফিলিস্তিনি

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২১ জুলাই, ২০২৫
গাজায় জাতিসংঘের ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি গুলিতে নিহত ৬৭ ফিলিস্তিনি

গাজার উত্তরাঞ্চলে জাতিসংঘের ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়ে অন্তত ৬৭ জনকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫০ জনের বেশি, যাদের অনেকের অবস্থা গুরুতর। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ঘটনাটি ঘটেছে রবিবার (২১ জুলাই)।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, তারা তাৎক্ষণিকভাবে সতর্কতামূলক গুলি চালিয়েছিল। তবে ভিডিও ও চাক্ষুষ প্রমাণে দেখা যাচ্ছে, নিরস্ত্র মানুষদের ওপর এই হামলা চালানো হয় যখন তারা শুধুমাত্র খাবারের জন্য ত্রাণ সংগ্রহ করছিলেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, একই দিনে গাজার অন্যান্য অংশেও ত্রাণের জন্য অপেক্ষাকালে আরও ছয়জন নিহত হন। আগের দিন শনিবারও এমন হামলায় প্রাণ হারান ৩৬ জন। ফলে মাত্র দুই দিনেই নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে।

আহতদের মধ্যে অনেককেই নেয়া হয় গাজার শিফা হাসপাতালে। হাসপাতালটির পরিচালক ড. হাসান আল-শায়ার বিবিসিকে জানান, তারা আহতদের সামাল দিতে পারছেন না। অনেক রোগীকে কাছাকাছি ফিল্ড হাসপাতালে পাঠানো হচ্ছে চিকিৎসা সংকটের কারণে।

জাতিসংঘ জানিয়েছে, গাজার জনগণ মারাত্মক খাদ্য সংকটে ভুগছে এবং সেখানে জরুরি ভিত্তিতে ত্রাণ সরবরাহ বাড়ানো জরুরি।

এদিকে, ইসরায়েলি বাহিনী গাজার কেন্দ্রীয় শহর দেইর আল-বালাহ থেকে স্থানীয় বাসিন্দা ও শরণার্থীদের সরে যেতে বলেছে। তাদের ভূমধ্যসাগর উপকূলের আল-মাওয়াসি অঞ্চলে যেতে বলা হয়, যা নতুন হামলার পূর্বাভাস হিসেবে দেখা হচ্ছে। এতে হাজার হাজার ফিলিস্তিনির মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

গাজায় ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা বাড়ছে প্রতিদিনই। এ অবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে দ্রুত মানবিক পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট