1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পশ্চিম-উত্তর আমেরিকায় ভয়াবহ বন্যা: দশ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ বিজয়নগরে শরিফ ওসমান হাদির ওপর হামলায় গভীর উদ্বেগ প্রধান উপদেষ্টা বিপিএল ২০২৫-এ ঢাকা ক্যাপিটালসে যোগ দিলেন রহমানুল্লাহ গুরবাজ ৩৪৯ কোটি লোকসান সত্ত্বেও মোবারকগঞ্জ চিনিকলের ৫৯তম মাড়াই মৌসুমের উদ্বোধন কাহারোলে শ্রী মা সারদা দেবীর ১৭৩তম জন্মতিথি পালিত শাহরুখ খান দুবাইয়ে টাওয়ার উদ্বোধনে শেয়ার করলেন জীবনের মোড় ঘুরানো মুহূর্ত মাত্র ৫ রানে ভারতের ৫ উইকেট নিয়ে ভারতকে হারিয়ে সমতায় দক্ষিণ আফ্রিকা এস আলম গ্রুপের ১,৯৩৬ একর জমি জব্দের আদেশ: দুদক চট্টগ্রাম বন্দরে ডিপোগুলোর কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত স্থগিত বিকডা মেয়েদের হিজাব নিষেধাজ্ঞায় অস্ট্রিয়ার পার্লামেন্ট অনুমোদন দিল

উত্তরায় বিমান দুর্ঘটনায় আহতদের খোঁজ রাখছেন ড. মুহাম্মদ ইউনূস

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ২১ জুলাই, ২০২৫
বিশ্ব পর্যটন দিবস ২০২৫ উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যটনশিল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বেকারত্ব দূরীকরণ ও টেকসই উন্নয়নে পর্যটনের সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান জানান।

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ দুর্ঘটনার সৃষ্টি হয়েছে। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর জানিয়েছে ফায়ার সার্ভিস। আহত অবস্থায় অনেকেই রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এমতাবস্থায় দুর্ঘটনায় আহতদের চিকিৎসা পরিস্থিতির সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২১ জুলাই) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

তিনি বলেন, চিকিৎসা কার্যক্রম নির্বিঘ্নভাবে পরিচালিত করার স্বার্থে হাসপাতাল এলাকায় কোনো ধরনের ভিড় না করতে প্রধান উপদেষ্টা বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। আহতদের চিকিৎসার বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলেও তিনি জানান।

উল্লেখ্য, সোমবার দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। কিছু সময় পরেই এটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এতে স্কুল ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও সশস্ত্র বাহিনী।

প্রধান উপদেষ্টার তৎপরতা ও দুর্ঘটনায় সংশ্লিষ্টদের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি সবার মধ্যে মানবিক ও দায়িত্বশীল নেতৃত্বের প্রতিচ্ছবি হিসেবে দেখা হচ্ছে। বর্তমানে আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষ কাজ করে যাচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট