1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে টানা বৃষ্টি, বাড়ছে অতি ভারি বর্ষণের শঙ্কা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে ভবনের উপর, আগুনে আহত ১ আগামীকাল জাতীয় নাগরিক পার্টির ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা নেছারাবাদের শতবর্ষী পেয়ারা বাগানে নিষেধাজ্ঞা অমান্য: লাউডস্পিকার জব্দ দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার জামালপুরে যুবসমাজের প্রতিবাদ—শুভ পাঠানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি খুলনার দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা, প্রাক্তন স্বামীর ওপর সন্দেহের তীর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

আবারও এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার কবলে, দিল্লিতে অবতরণের পর আগুন

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
আহমেদাবাদ দুর্ঘটনার পর আবারো এয়ার ইন্ডিয়া বিমানে বিপর্যয়, মাঝ আকাশে নিয়ন্ত্রণ হারায় বোয়িং ৭৭৭

আবারও দুর্ঘটনার মুখে পড়ল এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান। মঙ্গলবার (২২ জুলাই) সকালে হংকং থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-315 অবতরণের পরপরই আগুন ধরে যায় বিমানের অক্সিলিয়ারি পাওয়ার ইউনিটে। ঘটনাটি ঘটে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে।

এয়ার ইন্ডিয়ার এক বিবৃতিতে জানানো হয়েছে, এয়ারবাস A321 মডেলের বিমানটি সফলভাবে অবতরণ করার পর যাত্রীরা নামার সময়ই ছোট ইঞ্জিনে আগুনের সূত্রপাত হয়। আগুন ধরার সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে ইউনিটটি বন্ধ হয়ে যায় এবং যাত্রী ও ক্রুরা নিরাপদে বিমানের বাইরে বেরিয়ে আসেন।

বিমানটিতে কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, পূর্ণ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিমানটি গ্রাউন্ডেড থাকবে। বিষয়টি ভারতের ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (DGCA)-কে জানানো হয়েছে এবং প্রাথমিক তদন্ত শুরু হয়েছে।

এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানিয়েছেন, কীভাবে এই আগুনের সূত্রপাত হলো, তা বিস্তারিতভাবে পরীক্ষা করে দেখা হচ্ছে।

এর আগের দিন সোমবারেও এয়ার ইন্ডিয়ার আরেকটি ফ্লাইট দুর্ঘটনার কবলে পড়ে। কোচি থেকে মুম্বাইয়ে অবতরণকালে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে রানওয়ে থেকে পিছলে যায় বিমানটি। ফলে বিমানের তিনটি চাকা ফেটে যায় এবং ইঞ্জিন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পাইলট পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ব্যর্থ হন।

সম্প্রতি আহমেদাবাদে আরেকটি ভয়াবহ বিমান দুর্ঘটনার পর এয়ার ইন্ডিয়ার একের পর এক দুর্ঘটনা প্রশ্ন তুলেছে এর প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণ এবং বোয়িং ড্রিমলাইনার মডেলের নিরাপত্তা নিয়ে।

এদিকে রোববার মাঝ আকাশে ডেল্টা এয়ারলাইন্সের একটি বোয়িং ড্রিমলাইনার বিমানে আগুন ধরে যায়। পাইলটের তাৎক্ষণিক তৎপরতায় বিমানটি জরুরি ভিত্তিতে লস অ্যাঞ্জেলস বিমানবন্দরে অবতরণ করে। যদিও কেউ হতাহত হননি, তবে এসব ঘটনায় যাত্রীদের মনে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট