1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সারা দেশে টানা বৃষ্টি, বাড়ছে অতি ভারি বর্ষণের শঙ্কা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে ভবনের উপর, আগুনে আহত ১ আগামীকাল জাতীয় নাগরিক পার্টির ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা নেছারাবাদের শতবর্ষী পেয়ারা বাগানে নিষেধাজ্ঞা অমান্য: লাউডস্পিকার জব্দ দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার জামালপুরে যুবসমাজের প্রতিবাদ—শুভ পাঠানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি খুলনার দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা, প্রাক্তন স্বামীর ওপর সন্দেহের তীর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

ঝিনাইদহে পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা রোপণ ও বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
ঝিনাইদহে পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা রোপণ ও বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে ঝিনাইদহে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে। বুধবার সকালে শহরের জাবেদা খাতুন একাডেমি প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা শিক্ষা অফিসার আনন্দ কিশোর শাহা। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার আব্দুর রউফ, সহকারী জেলা শিক্ষা অফিসার আমজাদ হোসেন এবং জাবেদা খাতুন একাডেমির প্রধান শিক্ষক সরিফুজ্জামানসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।

উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এরপর বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এসব চারা বিতরণ করা হয়, যাতে তারা নিজ নিজ বাড়িতে রোপণ করতে পারে এবং পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে পারে।

আয়োজকরা জানান, এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের পরিবেশবান্ধব করে গড়ে তোলা এবং ভবিষ্যৎ প্রজন্মকে গাছ লাগানোর গুরুত্ব সম্পর্কে সচেতন করা। পরিবেশ রক্ষার এই উদ্যোগকে উপস্থিত অভিভাবক ও শিক্ষকরা সাধুবাদ জানান।

এই কার্যক্রমের মাধ্যমে একদিকে যেমন স্থানীয় পরিবেশ হবে সবুজ ও স্বাস্থ্যকর, অন্যদিকে শিক্ষার্থীদের মধ্যে গাছপালার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট