1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সারা দেশে টানা বৃষ্টি, বাড়ছে অতি ভারি বর্ষণের শঙ্কা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে ভবনের উপর, আগুনে আহত ১ আগামীকাল জাতীয় নাগরিক পার্টির ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা নেছারাবাদের শতবর্ষী পেয়ারা বাগানে নিষেধাজ্ঞা অমান্য: লাউডস্পিকার জব্দ দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার জামালপুরে যুবসমাজের প্রতিবাদ—শুভ পাঠানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি খুলনার দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা, প্রাক্তন স্বামীর ওপর সন্দেহের তীর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে উত্তেজনা, প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে যুদ্ধ পরিস্থিতির মধ্যে বাংলাদেশিদের নিরাপদে থাকার আহ্বান জানিয়েছে ব্যাংককের বাংলাদেশ দূতাবাস। সামাজিক মাধ্যমে মত প্রকাশে সতর্কতা এবং জরুরি নম্বরে যোগাযোগের অনুরোধও জানানো হয়েছে।

থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তবর্তী এলাকায় যুদ্ধাবস্থা বিরাজ করছে। এই পরিস্থিতিতে ওই অঞ্চলে অবস্থানরত বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে এক সরকারি বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, সীমান্ত অঞ্চলে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপদ স্থানে সরে যেতে বা সতর্ক অবস্থানে থাকার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে যুদ্ধ পরিস্থিতি নিয়ে কোনো মতামত প্রকাশের ক্ষেত্রেও দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল থেকে থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে গোলাগুলি ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। কম্বোডিয়া থেকে ছোড়া মিসাইলে থাইল্যান্ডে অন্তত ৯ জন নাগরিক নিহত হয়েছেন। এর পাল্টা প্রতিক্রিয়ায় থাই বাহিনী আকাশপথে অভিযান চালিয়েছে কম্বোডিয়ার সীমান্তবর্তী এলাকায়।

বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, এই সংঘর্ষে থাই ও কম্বোডিয়ান সেনাবাহিনীর মধ্যে উত্তেজনা বেড়েছে এবং পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে। তাই ওই এলাকায় বসবাসরত বা ভ্রমণে আগ্রহী বাংলাদেশিদের এখনই সতর্ক হয়ে পদক্ষেপ নেওয়ার প্রয়োজন।

জরুরি প্রয়োজনে বাংলাদেশ দূতাবাস কর্তৃক একটি হটলাইন নম্বর +৬৬৮১৮৭০৮৪৪৩ চালু করা হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের যে কোনো জরুরি পরিস্থিতিতে এই নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

দূতাবাসের এই সতর্কবার্তাটি থাইল্যান্ড ও আশপাশের এলাকায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট