1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে টানা বৃষ্টি, বাড়ছে অতি ভারি বর্ষণের শঙ্কা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে ভবনের উপর, আগুনে আহত ১ আগামীকাল জাতীয় নাগরিক পার্টির ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা নেছারাবাদের শতবর্ষী পেয়ারা বাগানে নিষেধাজ্ঞা অমান্য: লাউডস্পিকার জব্দ দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার জামালপুরে যুবসমাজের প্রতিবাদ—শুভ পাঠানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি খুলনার দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা, প্রাক্তন স্বামীর ওপর সন্দেহের তীর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

চীনের ব্রহ্মপুত্র প্রকল্প নিয়ে বাংলাদেশকে আশ্বস্ত করলো বেইজিং

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
তিব্বতে ব্রহ্মপুত্র নদে চীনের জলবিদ্যুৎ প্রকল্প উদ্বোধন, ভারতের উদ্বেগ

চীনের ব্রহ্মপুত্র জলবিদ্যুৎ প্রকল্পে পানি প্রত্যাহারের কোনো পরিকল্পনা নেই বলে বাংলাদেশকে আশ্বস্ত করেছে বেইজিং। বৃহস্পতিবার (১৭ জুলাই) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ‘‘চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আমাদের জানিয়েছেন, তারা কোনো ধরনের পানি প্রত্যাহার করছে না। প্রকল্পটি সম্পূর্ণ নতুন প্রযুক্তি-ভিত্তিক এবং এতে স্রোতের পানি কয়েক ধাপে ব্যবহার করা হবে।’’

তিনি আরও বলেন, ‘‘এই জলবিদ্যুৎ প্রকল্পে কোনো সেচ ব্যবস্থার পরিকল্পনাও নেই। ফলে, আমাদের বিচলিত হওয়ার কারণ নেই। আমাদের মূল লক্ষ্য থাকবে, যেন বাংলাদেশের পানি প্রবাহ ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব না পড়ে।’’

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং সম্প্রতি তিব্বতের ইয়ারলুং জাংপো নদীর ওপর বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণ কাজ শুরুর ঘোষণা দেন। ইয়ারলুং জাংপোই ভারত হয়ে বাংলাদেশে প্রবেশ করে ব্রহ্মপুত্র নামে পরিচিত। প্রায় ১৭ হাজার কোটি মার্কিন ডলার ব্যয়ে নির্মিতব্য এ প্রকল্প ভারত ও বাংলাদেশে পানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে।

চীনা রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ শেষে তৌহিদ হোসেন জানান, বাংলাদেশ চায় হাইড্রোলজিকাল তথ্যের আদান-প্রদান হোক এবং সবকিছু পর্যালোচনা করে যেন সম্ভাব্য ক্ষতি সীমিত রাখা যায়। তিনি বলেন, ‘‘আমাদের নদীগুলোর উৎস দেশের বাইরে। তাই ভাটির দেশ হিসেবে আমরা অবকাঠামো নির্মাণ ঠেকাতে পারি না, তবে আমাদের চেষ্টা থাকবে যেন ক্ষতি কম হয়।’’

এ বিষয়ে ভারতের প্রতিক্রিয়ার প্রসঙ্গে তৌহিদ বলেন, “ভারতেরও স্বার্থ আছে, তারাও বিষয়টি দেখছে।” পাশাপাশি তিনি জানান, বাংলাদেশ-ভারত সম্পর্ক ভালো ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে চলমান আছে।

সম্প্রতি ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় ভারতের চিকিৎসক দল পাঠানোর বিষয়টিও সম্পর্কের ইতিবাচক দিক নির্দেশ করে বলে মন্তব্য করেন তিনি। এছাড়া, ভারতের উপহার হিসেবে আম পাঠানোর ঘটনাও জনগণের মধ্যে ভালো সম্পর্ক বজায় রাখার ইঙ্গিত দেয় বলে উল্লেখ করেন তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট