1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদের শতবর্ষী পেয়ারা বাগানে নিষেধাজ্ঞা অমান্য: লাউডস্পিকার জব্দ দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার জামালপুরে যুবসমাজের প্রতিবাদ—শুভ পাঠানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি খুলনার দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা, প্রাক্তন স্বামীর ওপর সন্দেহের তীর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জামায়াত আমির শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি শনিবার সকালে পঞ্চগড় সীমান্তে ভারত থেকে ৯ বাংলাদেশিকে পুশইন পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার আগামী কয়েকদিন বজ্রসহ টানা বৃষ্টি, কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণের শঙ্কা

সকালবেলা এই ঘরোয়া পাউডার খেলেই অম্বল ও গ্যাস থেকে মুক্তি, ওজনও কমবে ৭ দিনে

হোসেন মনির
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
সকালবেলা এই ঘরোয়া পাউডার খেলেই অম্বল ও গ্যাস থেকে মুক্তি, ওজনও কমবে ৭ দিনে

গ্যাস ও অম্বল এখন ঘরে ঘরে সাধারণ এক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ঝাল-ঝোলা খাবারের প্রতি বাঙালির ভালোবাসা যেমন অশেষ, তেমনি এর পরিণতিও তেমনই ভোগান্তিময়—অম্বল, বুক জ্বালা আর গলা পর্যন্ত উঠে আসা টক ঢেকুর। এই সমস্যার সহজ সমাধান হিসেবে অনেকেই আশ্রয় নেন অ্যান্টাসিড বা খালি পেটে ওমিপ্রাজোল জাতীয় ওষুধে। কিন্তু চিকিৎসকদের মতে, এ ধরনের ওষুধ নিয়মিত খেলে দীর্ঘমেয়াদে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে।

এর চেয়ে অনেক নিরাপদ, কার্যকর ও প্রাকৃতিক উপায় রয়েছে—একটি বিশেষ ঘরোয়া পাউডার, যা প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস পানির সঙ্গে মিশিয়ে খেলে আপনি পেতে পারেন অম্বল ও গ্যাস থেকে স্বস্তি, এমনকি সাত দিনের মধ্যে ওজনও কমতে শুরু করবে।

এক কাপ করে গোটা জিরে, মেথি, মৌরি, জোয়ান ও সর্ষে নিয়ে নিন। একটি শুকনো খোলায় কম আঁচে উপকরণগুলো নাড়াচাড়া করে দিন যতক্ষণ না সুগন্ধ বেরোয়। ঠান্ডা করে সব উপকরণ গুঁড়ো করে একটি পাউডার তৈরি করুন।

প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস পানিতে এক চামচ এই পাউডার গুলে পান করুন। নিয়মিত এই অভ্যাস আপনার হজমের গণ্ডগোল দূর করবে, অন্ত্রের খারাপ ব্যাকটেরিয়াগুলো কমাবে এবং শরীর থেকে জমে থাকা টক্সিন বের করে দেবে। এর ফলে শুধু অম্বল নয়, আপনার ওজনও ধীরে ধীরে কমে আসবে।

‘আমেরিকান জার্নাল অফ গ্যাস্ট্রোএন্টেরোলজি’-র একটি গবেষণা অনুযায়ী, অন্ত্রে থাকা খারাপ ব্যাকটেরিয়াগুলোই গ্যাস-অম্বলের প্রধান কারণ। এই পাউডারে থাকা উপাদানগুলো যেমন জিরে, মেথি ও মৌরি অন্ত্রে সঠিক ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।

অতএব, অম্বলের সমস্যা সমাধানে আর কৃত্রিম ওষুধ নয়। এবার ঘরোয়া ও প্রাকৃতিক উপায়েই মিলবে টেকসই সমাধান—এক কাপ পানিতে এক চামচ পাউডারেই মিলবে স্বাস্থ্য ও সুস্থতা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট