দিনাজপুর জেলার কাহারোল উপজেলায় অবস্থিত ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজী মন্দিরে পদ রাস্তার উদ্বোধন করেছেন বিভাগীয় কমিশনার। রোববার (২৭ জুলাই ২০২৫) বিকেল সাড়ে ছয়টায় আনুষ্ঠানিকভাবে এই রাস্তার উদ্বোধন করেন তিনি।
এই পদ রাস্তা নির্মাণ করা হয়েছে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি.আর.) প্রকল্পের আওতায়। মন্দিরের দর্শনার্থী এবং স্থানীয় জনগণের যাতায়াত সহজ করতে এই রাস্তার উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়া হয়। দীর্ঘদিন ধরে কান্তজী মন্দিরের আশেপাশের পথঘাট চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় এই প্রকল্পকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, এলাকাবাসী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এই পদ রাস্তা নির্মাণের মাধ্যমে মন্দির চত্বরের সৌন্দর্য বৃদ্ধি ছাড়াও পর্যটন বিকাশে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, শ্রী শ্রী কান্তজী মন্দির একটি ঐতিহাসিক স্থাপনা হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত। প্রতি বছর হাজারো পর্যটক ও ভক্ত এই মন্দির পরিদর্শনে আসেন।
পদ রাস্তার উন্নয়নের ফলে এই এলাকাকে ঘিরে নতুন সম্ভাবনার দ্বার খুলে যাবে এবং স্থানীয় অর্থনীতিতেও উন্নয়ন সূচিত হবে বলে মনে করেন অনেকেই।