1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার জামালপুরে যুবসমাজের প্রতিবাদ—শুভ পাঠানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি খুলনার দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা, প্রাক্তন স্বামীর ওপর সন্দেহের তীর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জামায়াত আমির শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি শনিবার সকালে পঞ্চগড় সীমান্তে ভারত থেকে ৯ বাংলাদেশিকে পুশইন পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার আগামী কয়েকদিন বজ্রসহ টানা বৃষ্টি, কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণের শঙ্কা পিরোজপুরে জামাল হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন, খালাস পেল ৫ জন

তনুশ্রী দত্তের অভিযোগ: মি টু আন্দোলনের পর থেকেই হত্যাচেষ্টার শিকার

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
তনুশ্রী দত্তের অভিযোগ: মি টু আন্দোলনের পর থেকেই হত্যাচেষ্টার শিকার

বলিউড অভিনেত্রী ও সাবেক মিস ইন্ডিয়া তনুশ্রী দত্ত ফের শিরোনামে। দীর্ঘদিন বড় পর্দা থেকে দূরে থাকলেও সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি ভিডিও প্রকাশ করে চাঞ্চল্য সৃষ্টি করেছেন তিনি। ভিডিওতে তনুশ্রী অভিযোগ করেন, ২০১৮ সালে মি টু আন্দোলনে মুখ খোলার পর থেকে তাকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে, এমনকি হত্যাচেষ্টাও চালানো হয়েছে বলে দাবি তার।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়, তনুশ্রী তার নিজ বাড়িতেই নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভিডিও বার্তায় তিনি বলেন, “আমি নিজের ঘরেই হয়রানির শিকার। পুলিশকে ফোন করেও সাহায্য পাচ্ছি না, তারা থানায় এসে লিখিত অভিযোগ দিতে বলেছে। আমি অসুস্থ, গত পাঁচ বছর ধরে এমন ঘটনার শিকার হচ্ছি।”

এই পরিস্থিতির জন্য সরাসরি ২০১৮ সালের মি টু আন্দোলনে অংশগ্রহণকেই দায়ী করেছেন তিনি। এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে তনুশ্রী বলেন, “এটা কোনো স্ট্যান্ট নয়। আমার জীবনে যা ঘটেছে, তারই আবেগঘন প্রতিক্রিয়া এই ভিডিও। গাড়ির ব্রেক ফেল, খাবারে অজানা পদার্থ মেশানো, বাড়ির চারপাশে সন্দেহজনক চলাফেরা—সবই পরিকল্পিত হয়রানির অংশ।”

সিনেমা ইন্ডাস্ট্রির কারও কাছ থেকে সাহায্য পেয়েছেন কি না—এমন প্রশ্নে তনুশ্রী বলেন, “আমার এখন কোনো বন্ধু নেই। মি টু আন্দোলনের পর সবাই দূরে সরে গেছে।”

তবে নেটিজেনদের একাংশ এই ভিডিওকে ‘বিগ বসে’ অংশগ্রহণের চেষ্টা হিসেবে কটাক্ষ করছেন।对此 তনুশ্রী বলেন, “মানুষ এসব বলবেই। আমি ২০০৪ সালের মিস ইউনিভার্স ইন্ডিয়া, আমার ভাইরাল হওয়ার জন্য এসব ড্রামা করার দরকার নেই।”

তনুশ্রী দত্ত বলিউডে ‘আশিক বানায়া আপনে’, ‘ডোল’, ‘বাগাম বাগ’-এর মতো সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকের নজর কাড়েন। তবে ক্যারিয়ারের শীর্ষে থাকা অবস্থায় মিডিয়া থেকে দূরে সরে যান এবং পরবর্তীতে মি টু আন্দোলনে সরব হন। এরই ধারাবাহিকতায় বর্তমানে তার জীবন নানা চ্যালেঞ্জে ঘেরা বলে জানিয়েছেন তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট