ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলীয় কোমান্ড শহরে একটি চার্চে ভয়াবহ হামলা চালিয়েছে বিদ্রোহী গোষ্ঠী অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ)। শনিবার দিবাগত রাতে চার্চটি দখলে নেওয়ার পর রোববার (২৭ জুলাই) সকালে ওই স্থানে হামলা চালায় তারা। এতে এখন পর্যন্ত ৩৮ জন খ্রিস্টান ধর্মাবলম্বী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১৫ জন। অনেক মানুষ এখনও নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সরকারি কর্মকর্তা জিন ক্যাটো জানান, বিদ্রোহীরা প্রথমে চার্চটি দখল করে নেয় এবং পরে বন্দুক ও ধারালো অস্ত্র দিয়ে উপস্থিত উপাসকদের ওপর হামলা চালায়। তিনি বলেন, “এটি ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড। হামলার পর এলাকা রক্তাক্ত হয়ে পড়ে।”
ঘটনার সময় স্থানীয়রা গোলাগুলির শব্দ শুনলেও তারা ভেবেছিল সাধারণ ডাকাতি হচ্ছে। অধিকারকর্মী ক্রিস্টোফে মুনান্দেরু জানান, “রাতে প্রচণ্ড শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সকালে গিয়ে দেখা যায় চার্চ রক্তে ভেসে গেছে।”
ডিআর কঙ্গোর সরকার বলছে, এই হামলার পেছনে এডিএফ বিদ্রোহীদের হাত রয়েছে। উগান্ডাভিত্তিক এই সশস্ত্র গোষ্ঠী পূর্ব কঙ্গোতে দীর্ঘদিন ধরে সহিংসতা চালিয়ে আসছে। খ্রিস্টানদের টার্গেট করে চালানো এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ।
আন্তর্জাতিক মহল কঙ্গোর পূর্বাঞ্চলে ক্রমবর্ধমান সহিংসতা এবং ধর্মীয় সম্প্রদায়ের ওপর আক্রমণের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।