1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জামায়াত আমির শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি শনিবার সকালে পঞ্চগড় সীমান্তে ভারত থেকে ৯ বাংলাদেশিকে পুশইন পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার আগামী কয়েকদিন বজ্রসহ টানা বৃষ্টি, কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণের শঙ্কা পিরোজপুরে জামাল হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন, খালাস পেল ৫ জন নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগ নেতাদের গোপন বৈঠক: বসুন্ধরায় গ্রেপ্তার ২২ পিরোজপুর মহিলা কলেজে ‘জুলাই পুনর্জাগরণ’: যোদ্ধাদের সংবর্ধনা ও স্মৃতিচারণ খুলনার দিঘলিয়ায় ধর্ষিতা কন্যা ৭ মাসের অন্তঃসত্ত্বা, ধর্ষক পলাতক

সাবেক এমপি ইলিয়াস মোল্লার বিরুদ্ধে ৩৭ কোটি টাকা আত্মসাতের মামলা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
ঢাকা-১৬ আসনের সাবেক এমপি ইলিয়াস মোল্লার বিরুদ্ধে ৩৭ কোটি টাকা আত্মসাতের মামলা

ঢাকা-১৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. ইলিয়াস উদ্দিন মোল্লাসহ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চার কর্মকর্তার বিরুদ্ধে সরকারি জমি অবৈধভাবে দখল করে দীর্ঘ ১৬ বছর ধরে ভাড়া আদায়ের মাধ্যমে ৩৭ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৮ জুলাই) দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন। তিনি বলেন, আসামিরা পরস্পর যোগসাজশে দায়িত্বে থাকাকালীন সরকারের নির্দেশ অমান্য করে মিরপুরের ঝিলপাড় এলাকায় সাত একর সরকারি জমি দখলে রেখে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা থেকে ভাড়া আদায় করেছেন।

আসামিরা হলেন—
১. মো. ইলিয়াস উদ্দিন মোল্লা (সাবেক এমপি, ঢাকা-১৬)
২. মো. নুরুল ইসলাম (অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী, ঢাকা ডিভিশন-১)
৩. কাজী মো. আবু হানিফ (সদস্য, প্রকৌশল ও সমন্বয় বিভাগ, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ)
৪. মো. হারিজুর রহমান (তত্ত্বাবধায়ক প্রকৌশলী, ঢাকা সার্কেল)

দুদক জানায়, ১ নম্বর আসামি ইলিয়াস মোল্লা সরকারি জমি দখলে রেখে অবৈধ স্থাপনার মাধ্যমে ৩৭ কোটি ৪৪ লাখ টাকা আদায় করেন। আর ২, ৩ ও ৪ নম্বর আসামিরা ক্ষমতার অপব্যবহার করে তাকে এ সুযোগ করে দেন এবং তাকে শাস্তি থেকে রক্ষা করার উদ্দেশ্যে সরকারি দায়িত্বের অপব্যবহার করেন।

এই ঘটনায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/২১৭/১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে, যা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত।

দুদক সূত্র জানায়, এ ধরনের অবৈধ সম্পদ অর্জনের মাধ্যমে শুধু রাষ্ট্রের আর্থিক ক্ষতিই হয়নি, বরং জনগণের আস্থার ওপরও বড় ধরনের আঘাত এসেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট