1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ ভারতে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা পুতিনের সহকারী অধ্যাপক ড. আক্তার হাসানের ইন্তেকাল: কালীগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন দিঘলিয়ায় ৮ দলের সমাবেশে যোগ দেওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে দিলেন সভাপতি

টেকনাফে রোহিঙ্গা ডাকাত শফি গ্রেপ্তার: অস্ত্র, গ্রেনেড ও আইস উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
টেকনাফে রোহিঙ্গা ডাকাত শফি গ্রেপ্তার: অস্ত্র, গ্রেনেড ও আইস উদ্ধার

কক্সবাজারের টেকনাফ-উখিয়া সীমান্তের শীর্ষ রোহিঙ্গা ডাকাত শফিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫। সোমবার (২৮ জুলাই) দিবাগত রাতে টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ২৬ নম্বর ক্যাম্পের পশ্চিম পাশে হাজীর প্রজেক্ট পাহাড়ের পাদদেশে র‍্যাব অভিযান চালায়। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, গ্রেনেড ও মাদকদ্রব্য ‘ক্রিস্টাল মেথ’ (আইস) জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান। তিনি বলেন, শফিকে ধরতে র‍্যাব দীর্ঘ এক মাস ধরে গোপনে নজরদারি চালিয়ে আসছিল। গোপন সূত্রে জানা যায়, সোমবার রাতে সে তার সহযোগীদের নিয়ে হাজীর প্রজেক্ট এলাকায় অবস্থান করছে। সেই খবরের ভিত্তিতে র‍্যাব অভিযান চালায়।

অভিযানের সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে শফির সহযোগীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং র‍্যাবকে লক্ষ্য করে ৪-৫ রাউন্ড গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‍্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। শেষ পর্যন্ত ধাওয়া করে শফিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর শফির দেয়া তথ্যে গহীন পাহাড়ে থাকা তার আস্তানা থেকে উদ্ধার করা হয় একটি ওয়ান শুটার গান, দুটি একনলা বন্দুক, একটি এলজি, ১০টি এন্টি পারসোনাল মাইন, ১০টি ডেটোনেটর, ৫০টি তাজা রাইফেলের গুলি, ৫৩টি রাইফেলের খালি কার্তুজ, ৬টি শর্টগানের খালি কার্তুজ, ৭৬৯ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) এবং ৩টি শক্তিশালী গ্রেনেড।

পরে গ্রেপ্তারকৃত শফিকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয় বলে নিশ্চিত করেছে র‍্যাব।

এই অভিযান সীমান্ত এলাকায় অপরাধ দমনে র‍্যাবের সক্রিয় অবস্থানের প্রমাণ এবং নিরাপত্তা রক্ষায় সরকারের জিরো টলারেন্স নীতির বাস্তব প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট