1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জামায়াত আমির শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি শনিবার সকালে পঞ্চগড় সীমান্তে ভারত থেকে ৯ বাংলাদেশিকে পুশইন পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার আগামী কয়েকদিন বজ্রসহ টানা বৃষ্টি, কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণের শঙ্কা পিরোজপুরে জামাল হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন, খালাস পেল ৫ জন নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগ নেতাদের গোপন বৈঠক: বসুন্ধরায় গ্রেপ্তার ২২ পিরোজপুর মহিলা কলেজে ‘জুলাই পুনর্জাগরণ’: যোদ্ধাদের সংবর্ধনা ও স্মৃতিচারণ খুলনার দিঘলিয়ায় ধর্ষিতা কন্যা ৭ মাসের অন্তঃসত্ত্বা, ধর্ষক পলাতক

রাশিয়ায় ৮.৮ মাত্রার ভূমিকম্প, চীনে সুনামি সতর্কতা ও ২.৮ লাখ মানুষকে সরানো হলো

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
রাশিয়ায় ৮.৮ মাত্রার ভূমিকম্প, চীনে সুনামি সতর্কতা ও ২.৮ লাখ মানুষকে সরানো হলো

রাশিয়ার কামচাটকা উপদ্বীপে ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ব্যাপক সুনামি সতর্কতা জারি করা হয়েছে। চীন, তাইওয়ান, ফিলিপাইন, নিউজিল্যান্ডসহ একাধিক দেশ তাদের উপকূলীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পদক্ষেপ নিয়েছে।

বুধবার (২৯ জুলাই) সকালে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল রাশিয়ার সুদূর পূর্ব কামচাটকা উপদ্বীপে, যার গভীরতা ছিল ২০.৭ কিলোমিটার। এর তীব্রতা এতটাই বেশি ছিল যে প্রশান্ত মহাসাগরীয় উপকূলবর্তী দেশগুলোতে তাৎক্ষণিকভাবে সুনামি সতর্কতা জারি করা হয়।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারক সিসিটিভি জানিয়েছে, সাংহাই শহর থেকে টাইফুন ও সম্ভাব্য সুনামির আশঙ্কায় ২ লাখ ৮৩ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এসব মানুষকে প্রায় ১ হাজার ৯০০টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। স্থানীয় সময় বুধবার সকাল ১০টা পর্যন্ত এই সরিয়ে নেওয়ার কাজ চলে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, যাদের সরানোর প্রয়োজন ছিল, তারা সবাই নিরাপদ স্থানে পৌঁছেছেন।

এদিকে, তাইওয়ান কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন সতর্ক করেছে যে, দুপুর ১টা ৩০ মিনিট নাগাদ সুনামির ঢেউ তাদের উপকূলে পৌঁছাতে পারে। একইভাবে ফিলিপাইনের রাজধানী ম্যানিলা ও দাভাও অঞ্চলে উপকূলীয় এলাকায় বসবাসকারী মানুষদের উঁচু স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। এছাড়া স্কুল ও অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে।

নিউজিল্যান্ড, সামোয়া, টোঙ্গা, ফিজি এবং কুক দ্বীপপুঞ্জসহ প্রশান্ত মহাসাগরের অন্যান্য দেশও সুনামি সতর্কতা জারি করেছে। উপকূলীয় সব এলাকায় বসবাসরত মানুষদেরকে বিশেষভাবে সজাগ থাকার অনুরোধ জানানো হয়েছে।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই মাত্রার ভূমিকম্পের প্রভাব দীর্ঘমেয়াদি হতে পারে এবং সুনামির ঢেউ অনেক দূরবর্তী অঞ্চলেও ধ্বংসযজ্ঞ চালাতে পারে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট