1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীলঙ্কাকে ৭৮ রানে হারালো বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ কুতুবদিয়ায় প্রধান শিক্ষকের মামলায় আটকে আছে ৩২ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতি হাঙ্গেরির প্রধানমন্ত্রী অরবান দাবি: ইউরোপ ২০৩০ সালের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ঝিনাইদহে উদযাপিত বিশ্ব মৃত্তিকা দিবস: স্বাস্থ্যকর মাটির গুরুত্বে আলোচনা ও কুইজ প্রতিযোগিতা ২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে – ব্রিটিশ হাইকমিশনার ঝিনাইদহে ছোট ভাইয়ের বটির আঘাতে বড় ভাই নিহত দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর ভোটার সমাবেশে মাওলানা কবিরুল ইসলামের গুরুত্বপূর্ণ বক্তব্য জামালপুরে বাস চাপায় অটোরিক্সার এক যাত্রী নিহত, আহত ৫ ২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি

রাজনৈতিক দলগুলোর আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার শেষ দিন ৩১ জুলাই

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
নির্বাচন কমিশন

নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর জন্য নির্বাচন কমিশনে (ইসি) আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার নির্ধারিত সময় শেষ হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার, ৩১ জুলাই। ইসি থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ে হিসাব জমা না দিলে বিধান অনুযায়ী সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিল হতে পারে।

ইসির পক্ষ থেকে জানানো হয়েছে, ৫১টি নিবন্ধিত দলের মধ্যে বিএনপি, জাতীয় পার্টি, গণঅধিকার পরিষদসহ কিছু দল পঞ্জিকা বছরের (২০২৪) আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে। তবে, বেশিরভাগ ইসলামী দলসহ একাধিক দল এখনো এই হিসাব জমা দেয়নি। কেউ চাইলে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে সময় বাড়ানোর সুযোগ পেতে পারে।

এই প্রসঙ্গে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ গত ৭ জুলাই জানান, সব নিবন্ধিত দলের কাছেই চিঠি দিয়ে হিসাব চাওয়া হয়েছে। তবে, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটির কাছে চিঠি পাঠানো হয়নি। ফলে তাদের থেকে কোনো হিসাব চাওয়া হয়নি বলেই জানান তিনি।

আইন অনুযায়ী, ইসিতে নিবন্ধিত প্রতিটি রাজনৈতিক দলকে প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দিতে হয়। এই নিয়ম পরপর তিন বছর অমান্য করলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে।

বর্তমানে নির্বাচন কমিশনের নিবন্ধন তালিকায় মোট ৫১টি রাজনৈতিক দল রয়েছে। নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, রাজনৈতিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই এই হিসাব প্রদান বাধ্যতামূলক করা হয়েছে।

ইসির পক্ষ থেকে দলগুলোর উদ্দেশ্যে বারবার সময়মতো হিসাব জমা দেওয়ার আহ্বান জানানো হলেও অনেক দল এ বিষয়ে উদাসীনতা দেখিয়ে যাচ্ছে বলে কমিশন সূত্রে জানা গেছে। তবে যেসব দল এখনো হিসাব জমা দেয়নি, তাদেরকে নির্ধারিত সময়ের আগেই প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানিয়েছে ইসি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট