1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
চিয়া সিড খাওয়ার আশ্চর্য উপকারিতা: মাত্র এক সপ্তাহে শরীরে পরিবর্তন মুন্সীগঞ্জে গ্রেফতার আওয়ামী লীগ নেতা শেখ আমজাদ হোসাইন কারাগারে প্রেরণ অর্থনীতি স্থিতিশীলতায় মূল্যস্ফীতি ৬ শতাংশে নেমে আসবে: প্রধান উপদেষ্টা মুন্সীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন গণঅভ্যুত্থান দিবসে শহিদ সাফওয়ানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল জো রুটের ক্যারিয়ারের অপূর্ণতা: অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মাটিতে শতকের অপেক্ষা যুক্তরাষ্ট্রে পর্যটন ও ব্যবসা ভিসা পেতে লাগবে ১৫ হাজার ডলার জামানত জুলাই আন্দোলনে রাজপথে ছিলেন বিএনপি নেতা কৃষিবিদ শামীমুর রহমান শামীম ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করবে অন্তর্বর্তী সরকার: প্রধান উপদেষ্টা দিঘলিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, দোয়া মাহফিল ও মিছিল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে পর্যটন ও ব্যবসা ভিসা পেতে লাগবে ১৫ হাজার ডলার জামানত

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
যুক্তরাষ্ট্রে পর্যটন ও ব্যবসা ভিসায় সর্বোচ্চ ১৫ হাজার ডলার জামানতের নিয়ম

যুক্তরাষ্ট্র সরকার পর্যটন ও ব্যবসার উদ্দেশ্যে (বি১/বি২) ভিসার আবেদনকারীদের কাছ থেকে সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত জামানত নেওয়ার একটি পরীক্ষামূলক কর্মসূচি চালু করতে যাচ্ছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিবিসি এক প্রতিবেদনে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিজ্ঞপ্তি উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে।

১২ মাস মেয়াদি এই পাইলট প্রোগ্রামের মূল লক্ষ্য হলো এমন দেশগুলোর নাগরিকদের নিয়ন্ত্রণ করা, যাদের ভিসাধারীরা নির্ধারিত সময়ের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করে (ওভারস্টে) কিংবা যেসব দেশের নিরাপত্তা যাচাই ও স্ক্রিনিং ব্যবস্থা দুর্বল বলে বিবেচিত হয়।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবৈধ অভিবাসন রোধের এজেন্ডার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদের প্রথম দিনেই ট্রাম্প এ বিষয়ে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। তবে বিজ্ঞপ্তিতে কোন কোন দেশ এই নিয়মের আওতায় আসবে তা স্পষ্ট করা হয়নি।

বিজ্ঞপ্তি অনুসারে, যেসব বিদেশি বি১/বি২ ভিসার আবেদন করছেন এবং যাদের দেশ ওভারস্টে প্রবণ, স্ক্রিনিং দুর্বল, অথবা বিনিয়োগের বিনিময়ে নাগরিকত্ব দেয়—তাদের ক্ষেত্রে সর্বোচ্চ ১৫ হাজার ডলারের জামানত দিতে হতে পারে। কনস্যুলার কর্মকর্তারা প্রতিটি আবেদনের ভিত্তিতে জামানতের প্রয়োজনীয়তা নির্ধারণ করবেন।

বিবিসি জানিয়েছে, ক্ষমতায় আসার পর থেকে ট্রাম্প প্রশাসন একাধিক মানবিক অভিবাসন কর্মসূচি বাতিল করেছে, ১২টি দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে এবং আরও সাতটি দেশের ওপর আংশিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। এছাড়া শত শত আন্তর্জাতিক শিক্ষার্থীর ভিসা বাতিল ও হঠাৎ গ্রেপ্তারের ঘটনাও ঘটেছে।

ইমিগ্রেশন আইনজীবীদের মতে, অনেক ক্ষেত্রেই ফৌজদারি অপরাধ ছাড়াও ট্রাফিক আইন লঙ্ঘনের মতো ছোটখাটো কারণে ভিসা বাতিল করা হয়েছে। অভিযোগ রয়েছে, ফিলিস্তিনপন্থী কার্যক্রমে জড়িতদেরও লক্ষ্যবস্তু করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট