1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীলঙ্কাকে ৭৮ রানে হারালো বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ কুতুবদিয়ায় প্রধান শিক্ষকের মামলায় আটকে আছে ৩২ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতি হাঙ্গেরির প্রধানমন্ত্রী অরবান দাবি: ইউরোপ ২০৩০ সালের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ঝিনাইদহে উদযাপিত বিশ্ব মৃত্তিকা দিবস: স্বাস্থ্যকর মাটির গুরুত্বে আলোচনা ও কুইজ প্রতিযোগিতা ২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে – ব্রিটিশ হাইকমিশনার ঝিনাইদহে ছোট ভাইয়ের বটির আঘাতে বড় ভাই নিহত দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর ভোটার সমাবেশে মাওলানা কবিরুল ইসলামের গুরুত্বপূর্ণ বক্তব্য জামালপুরে বাস চাপায় অটোরিক্সার এক যাত্রী নিহত, আহত ৫ ২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি

সাবেক নির্বাচন কমিশনারদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
নির্বাচন কমিশনারদের দেশত্যাগে নিষেধাজ্ঞা: রাষ্ট্রদ্রোহ মামলায় আদালতের আদেশ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে দায়িত্ব পালনকারী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদসহ ১২ জনের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। ‘রাষ্ট্রদ্রোহ ও জনগণের ভোট ছাড়া নির্বাচন আয়োজন’ সংক্রান্ত বিএনপির দায়েরকৃত মামলার তদন্তের স্বার্থে এই আদেশ দিয়েছেন ঢাকার মহানগর হাকিম মিনহাজুর রহমান।

মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই রফিকুল ইসলাম জানান, আদালতের আদেশ অনুযায়ী যারা দেশত্যাগে নিষিদ্ধ হয়েছেন, তাদের মধ্যে রয়েছেন—নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হাফিজ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী, মো. শাহ নেওয়াজ, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, মো. আহসান হাবিব খান, মো. আলমগীর, মো. আনিছুর রহমান, সাবেক ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এবং মোহাম্মদ সাদিক।

আদালতের আদেশে বলা হয়, অভিযুক্তরা বর্তমানে পলাতক। মামলাটি সুষ্ঠুভাবে তদন্তের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেয়া প্রয়োজন। এই নির্দেশনা এসএস ইমিগ্রেশন ও এসবিকে কার্যকর করার নির্দেশও দেয়া হয়েছে।

মামলাটি গত ২২ জুন দায়ের করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. সালাহউদ্দিন খান। মামলায় মোট ২৪ জনকে আসামি করা হয়েছে, যাদের মধ্যে রয়েছেন তিন সাবেক নির্বাচন কমিশনার, দুই ইসি সচিব, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পাঁচ সাবেক ও বর্তমান পুলিশ প্রধান। মামলায় রাষ্ট্রদ্রোহ, প্রতারণা ও বিশ্বাসভঙ্গসহ একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে।

অভিযোগে বলা হয়, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে ভয়ভীতি, গুম, খুন, নির্যাতন এবং ব্যাপক অনিয়মের মাধ্যমে বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখা হয়। সাংবিধানিক দায়িত্বে থেকেও নির্বাচন কমিশনের কর্মকর্তারা সংবিধান লঙ্ঘন ও আচরণবিধি ভঙ্গ করেছেন বলে অভিযোগ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট