1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে রেড ক্রিসেন্টের নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত সাবেক নির্বাচন কমিশনারদের দেশত্যাগে নিষেধাজ্ঞা বিনিয়োগবান্ধব সেবা ও অবকাঠামোয় ঢাকার বাইরের অঞ্চল পিছিয়ে: আশিক চৌধুরী ৭৫ বছরে সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়ছে ফ্রান্স তফসিল ঘোষণার পর তারেক রহমান দেশে ফিরবেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে পুতিনের বৈঠক ডিসেম্বরে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা, প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালট বয়স্কদের হাড় ভাঙা প্রতিরোধে সাবধানতার বিকল্প নেই কাহারোলে নবাগত ইউএনও মিজ মোকলেদা খাতুন মীমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাল উপজেলা বিএনপি ড. ইউনুসের জুলাই ঘোষণাপত্রে ফ্যাসিবাদবিরোধী ঐক্যের আহ্বান

সাবেক নির্বাচন কমিশনারদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
নির্বাচন কমিশনারদের দেশত্যাগে নিষেধাজ্ঞা: রাষ্ট্রদ্রোহ মামলায় আদালতের আদেশ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে দায়িত্ব পালনকারী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদসহ ১২ জনের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। ‘রাষ্ট্রদ্রোহ ও জনগণের ভোট ছাড়া নির্বাচন আয়োজন’ সংক্রান্ত বিএনপির দায়েরকৃত মামলার তদন্তের স্বার্থে এই আদেশ দিয়েছেন ঢাকার মহানগর হাকিম মিনহাজুর রহমান।

মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই রফিকুল ইসলাম জানান, আদালতের আদেশ অনুযায়ী যারা দেশত্যাগে নিষিদ্ধ হয়েছেন, তাদের মধ্যে রয়েছেন—নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হাফিজ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী, মো. শাহ নেওয়াজ, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, মো. আহসান হাবিব খান, মো. আলমগীর, মো. আনিছুর রহমান, সাবেক ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এবং মোহাম্মদ সাদিক।

আদালতের আদেশে বলা হয়, অভিযুক্তরা বর্তমানে পলাতক। মামলাটি সুষ্ঠুভাবে তদন্তের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেয়া প্রয়োজন। এই নির্দেশনা এসএস ইমিগ্রেশন ও এসবিকে কার্যকর করার নির্দেশও দেয়া হয়েছে।

মামলাটি গত ২২ জুন দায়ের করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. সালাহউদ্দিন খান। মামলায় মোট ২৪ জনকে আসামি করা হয়েছে, যাদের মধ্যে রয়েছেন তিন সাবেক নির্বাচন কমিশনার, দুই ইসি সচিব, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পাঁচ সাবেক ও বর্তমান পুলিশ প্রধান। মামলায় রাষ্ট্রদ্রোহ, প্রতারণা ও বিশ্বাসভঙ্গসহ একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে।

অভিযোগে বলা হয়, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে ভয়ভীতি, গুম, খুন, নির্যাতন এবং ব্যাপক অনিয়মের মাধ্যমে বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখা হয়। সাংবিধানিক দায়িত্বে থেকেও নির্বাচন কমিশনের কর্মকর্তারা সংবিধান লঙ্ঘন ও আচরণবিধি ভঙ্গ করেছেন বলে অভিযোগ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট