বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ আবু সাঈফ মিজান স্মৃতি সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। নবগঠিত কমিটির সদস্য, বিভিন্ন স্তরের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, স্বেচ্ছাসেবক এবং সুধীজন সভায় অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা প্রশাসক ও রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের চেয়ারম্যান মোহাম্মদ আশরাফুল আলম খান।
প্রসঙ্গত, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) একটি মানবিক সংগঠন, যা ১৯৭৩ সালে রাষ্ট্রপতির আদেশক্রমে প্রতিষ্ঠিত হয়। দেশের ৬৪টি জেলায় এর ৬৪টি ইউনিট রয়েছে। দুর্যোগ, ত্রাণ, পুনর্বাসন, রক্তদানসহ মানবিক কার্যক্রমে এ সংগঠনটি অগ্রণী ভূমিকা রাখছে।
সভায় জানানো হয়, ১৩ জুলাই ২০২৫ থেকে ১২ অক্টোবর ২০২৫ পর্যন্ত মেয়াদের জন্য অনুমোদিত ৯ সদস্যের এই এডহক কমিটি গঠন করা হয়। কমিটিতে চেয়ারম্যান হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান, ভাইস চেয়ারম্যান হিসেবে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন এবং সেক্রেটারি হিসেবে জামায়াতে ইসলামী নেতা মাসুদ সাঈদী রয়েছেন।
এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন অ্যাডভোকেট আবুল কালাম আকন, গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, মোঃ মহিউদ্দিন মল্লিক নাসির, নূর দিদা মোহাম্মদ খালেদ (রবি), মোঃ আব্দুস সালাম বাতেন, মির্জা জহুরুল হক, মোঃ আফজাল হোসেন টিপু ও রেজাউল হক রিয়াজ।
প্রথম সভায় গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে রয়েছে — রেড ক্রিসেন্ট ইউনিটের জন্য নিজস্ব ভবন নির্মাণ, ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন, এবং কিছু গৃহ সংস্থার উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়ন।
এই সভা পিরোজপুরে মানবিক সেবার সম্প্রসারণে নতুন দিগন্ত উন্মোচন করেছে বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা।