1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল ইতিহাস গড়ে এশিয়ান কাপের রানার্সআপ না ফেরার দেশে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হেলাল উদ্দিন সর্দার পলাতক ৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, আর্থিক সুবিধা বন্ধের নির্দেশ জুলাই গণঅভ্যুত্থান: রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি ও ভবিষ্যতের চ্যালেঞ্জ ঝিনাইদহে মুখে কালো কাপড় বেঁধে সাংবাদিকদের মানববন্ধন ও মৌন মিছিল নেছারাবাদে চাঁদাবাজি মামলায় উপজেলা ছাত্রদল নেতা ও দুই সহযোগী কারাগারে শৈলকুপায় রাজনৈতিক দ্বন্দ্বে বৃদ্ধ কৃষককে হাতুড়িপেটা পিরোজপুরে অর্ধকোটি টাকা আমানত নিয়ে প্রতারণা, গ্রাহকদের বিরুদ্ধেই মামলা কালীগঞ্জে জামাত নেতার বিরুদ্ধে সরকারি জমি দখল ও গাছ কাটার অভিযোগ গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে ইন্দুরকানীতে সাংবাদিকদের মানববন্ধন

ঢাকায় এলেন পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান হায়দার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
ঢাকায় এলেন পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান হায়দার

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান হায়দার ঢাকায় পৌঁছেছেন। শুক্রবার (৮ আগস্ট) সকালে তিনি ঢাকায় আসেন বলে জানিয়েছে ঢাকার পাকিস্তান হাইকমিশন।

নতুন হাইকমিশনার ইমরান হায়দারকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি, পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার এবং হাইকমিশনের অন্যান্য কর্মকর্তারা।

এর আগে গত ১১ মে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ আকস্মিকভাবে ঢাকা ত্যাগ করেন। হাইকমিশন সেদিন শুধু মারুফের চলে যাওয়ার তথ্য জানালেও তার ফেরার বিষয়ে পরিষ্কার করে কিছু জানায়নি। পরে অনানুষ্ঠানিকভাবে জানানো হয়, তিনি মাত্র দুই সপ্তাহের ছুটিতে গেছেন। কিন্তু দীর্ঘ এক মাস পার হলেও তার আর ফেরা হয়নি।

এই প্রেক্ষাপটে ইসলামাবাদ সিদ্ধান্ত নেয়—মিয়ানমারে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান হায়দারকে ঢাকায় নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হবে। তিনি এখন থেকে ঢাকায় পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন এবং সৈয়দ মারুফের স্থলাভিষিক্ত হবেন।

কূটনৈতিক অভিজ্ঞতায় ভরপুর ইমরান হায়দার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন ১৯৯৬ সালে। এরপর তিনি স্পেনের মাদ্রিদ, ভারতের দিল্লি, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কসহ নানা দেশে কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন।

২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত ইমরান হায়দার ইরানে ডেপুটি হেড অব মিশন হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত তাজিকিস্তানে পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত ছিলেন। সর্বশেষ ২০২4 সালের মার্চ থেকে তিনি মিয়ানমারে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন।

তাঁর এই অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট