1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
উৎসাহ বোনাসে কঠোর শর্ত আরোপ করল বাংলাদেশ ব্যাংক ভারতীয়দের বাংলাদেশে ঠেলে দেওয়ার নিন্দা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হচ্ছে ইউরোফাইটার টাইফুন, আধুনিকায়নের পথে বড় অর্জন দিঘলিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উদযাপন ঐতিহাসিক দেবীগঞ্জ মুক্ত দিবস বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত পিরোজপুরের ইন্দুরকানীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন জাপানে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দেশে আসছে মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ ‘পরশ’: তাপমাত্রা নামতে পারে ৮–১০ ডিগ্রিতে কম্বোডিয়ায় বিমান হামলার পর থাইল্যান্ডের কড়া হুঁশিয়ারি ১০ ডিসেম্বর রেকর্ড হবে সিইসির ভাষণ, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা সম্ভাবনা

ঢাকায় এলেন পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান হায়দার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
ঢাকায় এলেন পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান হায়দার

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান হায়দার ঢাকায় পৌঁছেছেন। শুক্রবার (৮ আগস্ট) সকালে তিনি ঢাকায় আসেন বলে জানিয়েছে ঢাকার পাকিস্তান হাইকমিশন।

নতুন হাইকমিশনার ইমরান হায়দারকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি, পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার এবং হাইকমিশনের অন্যান্য কর্মকর্তারা।

এর আগে গত ১১ মে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ আকস্মিকভাবে ঢাকা ত্যাগ করেন। হাইকমিশন সেদিন শুধু মারুফের চলে যাওয়ার তথ্য জানালেও তার ফেরার বিষয়ে পরিষ্কার করে কিছু জানায়নি। পরে অনানুষ্ঠানিকভাবে জানানো হয়, তিনি মাত্র দুই সপ্তাহের ছুটিতে গেছেন। কিন্তু দীর্ঘ এক মাস পার হলেও তার আর ফেরা হয়নি।

এই প্রেক্ষাপটে ইসলামাবাদ সিদ্ধান্ত নেয়—মিয়ানমারে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান হায়দারকে ঢাকায় নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হবে। তিনি এখন থেকে ঢাকায় পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন এবং সৈয়দ মারুফের স্থলাভিষিক্ত হবেন।

কূটনৈতিক অভিজ্ঞতায় ভরপুর ইমরান হায়দার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন ১৯৯৬ সালে। এরপর তিনি স্পেনের মাদ্রিদ, ভারতের দিল্লি, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কসহ নানা দেশে কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন।

২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত ইমরান হায়দার ইরানে ডেপুটি হেড অব মিশন হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত তাজিকিস্তানে পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত ছিলেন। সর্বশেষ ২০২4 সালের মার্চ থেকে তিনি মিয়ানমারে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন।

তাঁর এই অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট