1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে বরিশাল রেঞ্জ ডিআইজির থানা ও কোর্ট পরিদর্শন কালীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা ও সমাবেশে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ খুলনায় দুর্নীতি বিরোধী প্রতিযোগিতা, ইন্দুরকানীতে ভুয়া ছবি এডিট করে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে গুজব ইন্দুরকানীতে স্বেচ্ছাসেবক দল নেতার ছবি এডিট করে ফেসবুকে গুজব, থানায় জিডি ঢাকা বিভাগসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দুই দিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম, ভরি প্রতি বেড়ে দাঁড়িয়েছে ১,৭৫,৭৮৮ পিরোজপুর-১ আসনে বিএনপির মনোনয়ন আলোচনায় কেন্দ্রীয় যুবদল নেতা জাহাঙ্গীর আলম দুলাল শৈলকুপায় নুরু’র উপর হামলার প্রতিবাদে মিছিলে ছাত্রদলের হামলা, আহত ৫ পিরোজপুরে নুরুল হক নুরু’র উপর হামলার প্রতিবাদে মশাল মিছিল ও সমাবেশ

লিফটের অজুহাতে চালু হচ্ছে না ২৫০ শয্যা বিশিষ্ট নির্মিত পিরোজপুর জেলা হাসপাতাল : কতৃপক্ষের সদিচ্ছার অভাব

মো : নাজমুল হোসেন পিরোজপুর জেলা প্রতিনিধি :
  • প্রকাশিত: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

‎শুধুমাএ লিফটের অজুহাতে ১বছর আগে প্রায় ৭০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ২৫০ শয্যা বিশিষ্ট পিরোজপুর জেলা হাসপাতালটি এখনো চালু না হওয়ায় বর্তমানে তালাবদ্ধ করে রাখা হয়েছে। ফলে জেলার কয়েক লাখ মানুষ তাদের কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। দীর্ঘদিন ধরে হাসপাতাল ভবন প্রস্তুত থাকলেও জনসাধারণ এর সুফল পাচ্ছেন না, আর চিকিৎসা নিতে গিয়ে তাদের কে নিরাশ হয়ে ফিরে আসতে হচ্ছে।

বর্তমানে পিরোজপুর জেলা হাসপাতালটি ১০০ শয্যা বিশিষ্ট আকরে চালু থাকলে ও প্রতিদিন রোগী ভর্তি থাকে তার দ্বিগুণ বা তার ও বেশি জায়গার অভাবে অনেক রোগীকে বারান্দা বা মেঝেতে থাকতে হচ্ছে। ‎প্রতিদিন চিকিৎসা নিতে আসা এত বিপুল সংখ্যক রোগীদেরকে শয্যা ও বিশেষজ্ঞ ডাক্তার সংকটের কারণে অনেককেই প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল, খুলনা বা ঢাকায় রেফার করে দেওয়া হয়। কারো কারো কপালে প্রাথমিক চিকিৎসা টুকু ও জোটে না।

‎১৯৮৪ সালে মহকুমা থেকে পিরোজপুরকে জেলা হিসেবে উন্নীত হওয়ার পর মাত্র ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতাল হিসেবে এর যাত্রা শুরু হয়।
‎১৯৯৭ সালে ৫০ শয্যার নতুন ভবন, আর ২০০৫ সালে তা উন্নীত হয় ১০০ শয্যায়।
‎কিন্তু দীর্ঘদিন ধরেই বিশেষজ্ঞ চিকিৎসক সংকট, বারবার বদলি, ও পরিকাঠামোর সীমাবদ্ধতায় কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হওয়ায় ‎২০১৭ সালে ২৫০ শয্যার আধুনিক হাসপা তালের নির্মাণ শুরু হলেও এখনো চালু হয়নি শুধুমাত্র লিফট ও বিদ্যুৎ সংযোগের অজুহাতে। ‎ফলে একদিকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ,অন্য দিকে কোটি কোটি টাকার সরকারি সম্পদ নষ্ট হচ্ছে।

‎‎চিকিৎসা নিতে আসা ওমর আলী বলেন :”ভালো চিকিৎসা পাওয়ার আশায় এসেছি, কিন্তু জায়গা নেই। একটু দেখে খুলনায় রেফার করে দিয়েছে।এখানে ডাক্তার নেই, যন্ত্রপাতিও আধুনিক না। বাধ্য হয়ে বরিশাল বা ঢাকায় যেতে হয়। এতে কষ্ট হয়, খরচও বেশি পড়ে।” ‎হাসপা তালে ভর্তি হওয়া অন্য এক রোগী তাসলিমা আক্তার(৫০) বলেন “আমি বেডে জায়গা না পেয়ে বারান্দায় কোন রকম ভাবে শুয়ে আছি এতে আগের চেয়ে আরো অসুস্থ হয়ে যাচ্ছি। আমরা চাই সমস্যা থেকে খুব দ্রুত সবাই মুক্তি পাক।

‎পিরোজপুর গণপূর্ত বিভাগ উপ- বিভাগীয় প্রকৌশলী ফাহিম আহমেদজানান, “ভবনের নির্মাণ শেষ হওয়ায় লিফট এবং বিদ্যুৎ সংযোগের কাজ চলছে, শিগগিরই হস্তান্তর সম্ভব হবে বলে আশা করছি।”

‎পিরোজপুর সিভিল সার্জন ডা. মো. মতিউর জানান “পুরাতন ভবনে আমরা সীমিত চিকিৎসাসেবা দিচ্ছি। নতুন ভবন চালু হলে আরও উন্নত ও সুশৃঙ্খল সেবা দেওয়া সম্ভব হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট