দিনাজপুরের কাহারোলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ৯টায় উপজেলা হল রুমে আয়োজিত এ কর্মী সম্মেলনে স্থানীয় নেতাকর্মীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন কাহারোল উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ তরিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য, সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা মোঃ মমতাজ উদ্দীন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জামায়াতের আমীর প্রিন্সিপাল মাওলানা মোঃ আনিসুর রহমান, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ জাকিরুল ইসলাম এবং দিনাজপুর-০১ (কাহারোল-বীরগঞ্জ) আসনে জামায়াতের মনোনীত প্রার্থী মোঃ মতিউর রহমান।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন কাহারোল উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মোঃ আঃ রাজ্জাক। বক্তারা সংগঠনের বিভিন্ন কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
উপজেলার জামায়াতে ইসলামী, যুবসমাজ ও ছাত্র শিবিরের সকল নেতা-কর্মীর উপস্থিতিতে সম্মেলনটি প্রাণবন্ত হয়ে ওঠে। নেতৃবৃন্দের বক্তব্যে স্থানীয় কর্মীরা নতুন উদ্দীপনা ও সংগঠনকে শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।