1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ ভারতে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা পুতিনের সহকারী অধ্যাপক ড. আক্তার হাসানের ইন্তেকাল: কালীগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন দিঘলিয়ায় ৮ দলের সমাবেশে যোগ দেওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে দিলেন সভাপতি

ইন্দুরকানীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ভ্রাম্যমান আদালতের অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
পিরোজপুরের ইন্দুরকানীতে কঁচা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ভ্রাম্যমান আদালতের অভিযানে তিনটি ড্রেজার জব্দ, তিনজন আটক এবং মোট ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় কঁচা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান বিন মোহাম্মদ আলীর নেতৃত্বে এবং ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হোসেনের সহযোগিতায় এ অভিযান চালানো হয়। এ সময় তিনটি ড্রেজার মেশিন জব্দ, তিনটি বোট আটক এবং মোট তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত। এতে ফরিদ শেখের মালিকানাধীন মেসার্স মাহিম মাহির এন্টারপ্রাইজ এর বোট ও তার কর্মচারী মিজান (৪০), দুলাল কবিরাজের মালিকানাধীন রানা নাসির এন্টারপ্রাইজ এর বোট ও তার কর্মচারী মামুন (৪৫), এবং বেল্লাল মল্লিকের মালিকানাধীন বোট ও তার কর্মচারী লিটন (৩৫) কে আটক করা হয়। প্রতিটি বোট মালিক পক্ষকে এক লাখ টাকা করে মোট তিন লাখ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য মুচলেকা নেয়া হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান বিন মোহাম্মদ আলী জানান, কঁচা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। এজন্য ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিনটি ড্রেজার জব্দ, তিনজন কর্মচারী আটক ও মোট তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। তিনি আরও বলেন, অবৈধ বালু উত্তোলন রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলতে থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট