দিনাজপুরের কাহারোলে সফলভাবে শেষ হয়েছে ৩ দিনব্যাপী সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) আঞ্চলিক কার্যালয়, পীরগঞ্জ (রংপুর)-এর উদ্যোগে এবং কাহারোল উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
গত ১৯ আগস্ট থেকে ২১ আগস্ট ২০২৫ পর্যন্ত উপজেলা হল রুমে আয়োজিত এ প্রশিক্ষণে বিভিন্ন পেশাজীবী ৬০ জন অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (এসএএও), প্রাণিসম্পদ ও মৎস্য কর্মকর্তা, তথ্য আপা, স্কুল ও মাদ্রাসার শিক্ষক, মাঠকর্মী, পল্লী উন্নয়নকর্মী, যুব উন্নয়ন কর্মকর্তা, সাংবাদিক, ইমাম, পুরোহিত ও এনজিও কর্মীরা।
প্রশিক্ষণে মূল বক্তব্য প্রদান করেন রংপুর বারটানের প্রধান উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. মোঃ ছাদেকুল ইসলাম। এছাড়া প্রশিক্ষণ পরিচালনা করেন কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ হাসান মারুফ ও সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা নুরুন নবী।
আয়োজকরা জানান, সুস্বাস্থ্যের জন্য সুষম ও ফলিত পুষ্টি অপরিহার্য। অংশগ্রহণকারীরা এই প্রশিক্ষণের মাধ্যমে জনসচেতনতা তৈরিতে ভূমিকা রাখবেন এবং সমাজে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে সহায়তা করবেন।