1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
দেশজুড়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫১৫ জন ভান্ডারিয়ায় চোরের হাতে নিহত ওয়ার্ড বিএনপি নেতা রেজাউল করিম ঝন্টু জামালপুরে বিশিষ্ট সমাজসেবক হারুন অর রশীদের কুলখানী অনুষ্ঠিত বিতর্কিত ফোনালাপে পদ হারালেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে ড্র করে শিরোপার দৌড় থেকে ছিটকে গেল বাংলাদেশ ভান্ডারিয়ায় পাঠাগার ভাঙচুর ও মিথ্যা চুরির মামলা দিয়ে হয়রানির অভিযোগ নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান গাজায় ইসরায়েলি গণহত্যা থামাতে শান্তির জন্য কাজের আহ্বান মুসলিম ওয়ার্ল্ড লীগের ভাণ্ডারিয়ায় স্বাভাবিক প্রসব ও কিশোর-কিশোরী সেবা কর্ণার উদ্বোধন উপসচিব পদে পদোন্নতি পেলেন ২৬৮ কর্মকর্তা

রোহিঙ্গা ইস্যুতে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করলেন জাতিসংঘের টম অ্যান্ড্রুজ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের বিশেষ প্রতিবেদক টম অ্যান্ড্রুজ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি রোহিঙ্গা ইস্যুতে ইউনূসের আন্তর্জাতিক নেতৃত্ব ও উদ্যোগের প্রশংসা করেন।

মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের বিশেষ প্রতিবেদক টম অ্যান্ড্রুজ বৃহস্পতিবার (২১ আগস্ট) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি রোহিঙ্গা ইস্যুতে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ নেতৃত্বের প্রশংসা করেন।

অ্যান্ড্রুজ উল্লেখ করেন, আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সদরদফতরে রোহিঙ্গা বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে, যা প্রধান উপদেষ্টার উদ্যোগে আয়োজন করা হচ্ছে। তিনি বলেন, রোহিঙ্গাদের আশ্রয়, সহায়তা ও দীর্ঘমেয়াদি সমাধানের সম্ভাবনা ধরে রাখতে ড. ইউনূসের অবদান আন্তর্জাতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস রোহিঙ্গাদের জন্য সাম্প্রতিক আর্থিক সহায়তা হ্রাস নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, এর ফলে স্বাস্থ্য, শিক্ষা এবং অন্যান্য প্রয়োজনীয় সেবায় মারাত্মক প্রভাব পড়ছে। এই সংকট মোকাবিলায় পর্যাপ্ত আন্তর্জাতিক তহবিল নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

জাতিসংঘের বিশেষ প্রতিবেদক অ্যান্ড্রুজ বাংলাদেশের রোহিঙ্গা সংকট সমাধানে সরকারের বিভিন্ন পক্ষের সঙ্গে সম্পৃক্ততাকে প্রশংসা করেন। তবে তিনি হতাশা প্রকাশ করে বলেন, রাখাইন রাজ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং শরণার্থীদের প্রত্যাবর্তনের অনুকূল পরিবেশ তৈরির জাতিসংঘ মহাসচিবের প্রচেষ্টা বিভ্রান্তিমূলক প্রচারণার কারণে ব্যর্থ হয়েছে।

তবুও তিনি আশাবাদ ব্যক্ত করেন যে সংশ্লিষ্ট সব পক্ষের অব্যাহত প্রচেষ্টা দ্রুত ও স্থায়ী সমাধান আনতে সক্ষম হবে এবং এ ক্ষেত্রে বাংলাদেশের নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

টম অ্যান্ড্রুজ বর্তমানে বাংলাদেশ সফর করছেন কক্সবাজারে ২৫ আগস্ট অনুষ্ঠিতব্য রোহিঙ্গা স্টেকহোল্ডার সংলাপে অংশ নিতে। উক্ত সংলাপের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

এই বৈঠককে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মানবাধিকার সুরক্ষা এবং তাদের ভবিষ্যৎ সমাধান নিয়ে আন্তর্জাতিক মহলের চলমান আগ্রহের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট