1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ মঠবাড়িয়ায় ২৫ কিলোমিটার সড়কে পরিবেশবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচি শুরু কালীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ পিরোজপুর সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে দুই পক্ষের সংঘর্ষে ফলাফল স্থগিত পিরোজপুরে বরিশাল রেঞ্জ ডিআইজির থানা ও কোর্ট পরিদর্শন কালীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা ও সমাবেশে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ খুলনায় দুর্নীতি বিরোধী প্রতিযোগিতা, ইন্দুরকানীতে ভুয়া ছবি এডিট করে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে গুজব ইন্দুরকানীতে স্বেচ্ছাসেবক দল নেতার ছবি এডিট করে ফেসবুকে গুজব, থানায় জিডি ঢাকা বিভাগসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পিরোজপুর -বরিশাল মহাসড়কের পিরোজপুর অংশে বেহাল দশা : যান চলাচলে চরম ভোগান্তি

মোঃ নাজমুল হোসেন, পিরোজপুর জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

পিরোজপুর -বরিশাল মহাসড়কের পিরোজপুর অংশে শিয়ালকাঠি চৌরাস্তা থেকে পিরোজপুর বলেশ্বর ব্রিজ পর্যন্ত প্রায় ১৩ কি.মি. সড়কে অসংখ্য খানা খন্দের সৃষ্টি হয়েছে। টানা বৃষ্টিতে পানি জমে এসব খানাখন্দ ছোট ছোট ডোবায় পরিণত হয়। রাস্তার পিচ,খোয়া উঠে বড় বড় গর্তে গাড়ির একপাশে চাকা পড়ে গেলে সেখান থেকে গাড়ি চালাতে গিয়ে একদিকে কাঁত হয়ে পড়ে যায়,মনে হচ্ছে এখনই গাড়ি উল্টে যাবে। এরকম ঝুঁকি নিয়ে প্রতিদিন শত শত ছোট বড় গাড়ি চলছে। কখনো কখনো আবার ঘটছে অনাকাঙ্ক্ষিত সড়ক দুর্ঘটনা।

বিভিন্ন সময়ে খোয়া দিয়ে এসব খানাখন্দ ভরাট, ঢালাই,মেরামতের চেষ্টা করা হলেও অল্প দিনের মধ্যেই উঠে যায়,যার অন্যতম কারণ হলো নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে কোনমতে মেরামত করা। এতে শুধু শুধু সরকারি টাকা নষ্ট হচ্ছে, কিন্তু জনসাধারণের কল্যাণে কিছুই হচ্ছে না,ভোগান্তি কমছে না,বাড়ছে দুর্ঘটনা। অন্যদিকে দায়িত্বরত কর্তৃপক্ষ ও ঠিকাদারদের পকেট ভারি হচ্ছে। এ অবস্থা থেকে সাধারণ মানুষ ও পরিবহন জগতের সাথে সংশ্লিষ্টরা চাচ্ছেন স্থায়ী সমাধান, মজবুত টেকসই সড়ক নির্মাণ।

স্থানীয়দের ও পরিবহন মালিক- শ্রমিকদের অভিযোগ,সড়ক সংস্কারের নামে চলছে দুর্নীতি ও অর্থলোপাট। বছরের পর বছর সড়ক সংস্কারের নামে কোটি কোটি টাকা বরাদ্দ ও ব্যয় হয়,কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। বিশেষ করে মোটরসাইকেল ও তিন চাকার যানবাহনগুলোতে সমস্যা বেশি হচ্ছে,এগুলোই সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। তাছাড়া কোথাও কোথাও রাস্তা চওড়া কম থাকায় দুটি গাড়ি ক্রস করতে গেলে পাশে যদি ছোট কোন যানবাহন থাকে তাহলে একটি সাথে অন্যটি লেগে দুর্ঘটনা ঘটে। গর্তের মধ্যে গাড়ি পড়ে গেলে যন্ত্রাংশ গুলো অনেক সময় অচল হয়ে যায়,গাড়ির চাকা পাংচার হয়ে যায়,এতেও সমস্যা সৃষ্টি হচ্ছে,আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। এ অবস্থা থেকে সাধারণ জনগণ ও পরিবহন সংশ্লিষ্টগণ স্থায়ী মজবুত ও টেকসই সড়ক নির্মাণের আহ্বান জানান।

এ বিষয়ে সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ জানান,সড়কটির বেহাল দশা ইতিপূর্বে আমাদের নজরে এসেছে। অতিবৃষ্টির কারণে সড়কটির ছোট ছোট গর্তে পানি জমায় আমরা অস্থায়ীভাবে মেরামতের কাজ করছি, যা চলমান রয়েছে। স্থায়ীভাবে সমাধানের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠিয়েছি, বরাদ্দ পেলে স্থায়ীভাবে এ সমাধান করা সম্ভব হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট