বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে পিরোজপুর পৌর বিএনপির আয়োজনে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় পিরোজপুর পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন ক্লাব সড়কে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় নেতাকর্মীদের হাতে ছিল রঙিন ব্যানার, ফেস্টুন, জাতীয় ও দলীয় পতাকা এবং দলীয় প্রতীক। তারা স্লোগানে মুখর করে তোলেন পুরো শহর। শোভাযাত্রা শেষে টাউন ক্লাব সড়কে এক পথসভা অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির সভাপতি শেখ শহীদুল্লাহ শহীদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু, জেলা বিএনপির সদস্য আহসানুল হক লিন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান মিঠু, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মাহতাব উদ্দিন আহমেদ রিপন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, সহ-সাংগঠনিক সম্পাদক আলিফ আহম্মেদ রাজিবসহ আরও অনেকে।
বক্তারা বলেন, বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা গর্বিত ও অনুপ্রাণিত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে আদর্শ নিয়ে দল প্রতিষ্ঠা করেছিলেন, সেই আদর্শই আজকের সংগ্রামের অনুপ্রেরণা। তারা অভিযোগ করে বলেন, “ফ্যাসিস্ট হাসিনা সরকার জনগণের ভোটাধিকার হরণ করেছে এবং গণতন্ত্রকে হত্যা করেছে। বিগত ১৭ বছর ধরে আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি। জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত এ সংগ্রাম অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে পৌর বিএনপির বিভিন্ন ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত থেকে প্রতিষ্ঠাবার্ষিকীকে সফল ও উৎসবমুখর করে তোলেন।