1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে তারুণ্যের উৎসব: প্রমীলা কাবাডির সমাপনী ও মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন দিঘলিয়ায় নারী ও শিশু নির্যাতন মামলার আসামি শাহিন মিয়া গ্রেপ্তার ঝিনাইদহে মানবাধিকার ডিফেন্ডারস নেটওয়ার্কের পুনর্গঠন সভা অনুষ্ঠিত দিঘলিয়ায় সাংবাদিক মনিরকে জীবননাশের হুমকি, থানায় জিডি দায়ের বিএনপি-জামায়াত নিধনের অভিযোগে আলোচিত ওসি জাবীদ এখন ঝিনাইদহ পিবিআইতে খুলনার দিঘলিয়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দুর্দান্ত শুরু বাংলাদেশের, আফগানিস্তানকে হারিয়ে হ্যাটট্রিকের পথে যুবা টাইগাররা ইমরান খানকে ঘিরে পোস্ট দমন করছে এক্স? ইলন মাস্কের প্ল্যাটফর্মের বিরুদ্ধে জেমিমার অভিযোগ ইসরায়েলি হামলায় পশ্চিম তীরে এক সপ্তাহে ১,৬০০-এর বেশি জলপাই গাছ ধ্বংস গোয়াইনঘাটে র‌্যাবের অভিযানে বন্দুক ও বিস্ফোরক উদ্ধার, নাশকতার আশঙ্কা

পিরোজপুরে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও পথসভা

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুরে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌর বিএনপির আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন এবং বক্তারা জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের অঙ্গীকার ব্যক্ত করেন।

বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে পিরোজপুর পৌর বিএনপির আয়োজনে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় পিরোজপুর পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন ক্লাব সড়কে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় নেতাকর্মীদের হাতে ছিল রঙিন ব্যানার, ফেস্টুন, জাতীয় ও দলীয় পতাকা এবং দলীয় প্রতীক। তারা স্লোগানে মুখর করে তোলেন পুরো শহর। শোভাযাত্রা শেষে টাউন ক্লাব সড়কে এক পথসভা অনুষ্ঠিত হয়।

পৌর বিএনপির সভাপতি শেখ শহীদুল্লাহ শহীদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু, জেলা বিএনপির সদস্য আহসানুল হক লিন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান মিঠু, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মাহতাব উদ্দিন আহমেদ রিপন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, সহ-সাংগঠনিক সম্পাদক আলিফ আহম্মেদ রাজিবসহ আরও অনেকে।

বক্তারা বলেন, বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা গর্বিত ও অনুপ্রাণিত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে আদর্শ নিয়ে দল প্রতিষ্ঠা করেছিলেন, সেই আদর্শই আজকের সংগ্রামের অনুপ্রেরণা। তারা অভিযোগ করে বলেন, “ফ্যাসিস্ট হাসিনা সরকার জনগণের ভোটাধিকার হরণ করেছে এবং গণতন্ত্রকে হত্যা করেছে। বিগত ১৭ বছর ধরে আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি। জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত এ সংগ্রাম অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে পৌর বিএনপির বিভিন্ন ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত থেকে প্রতিষ্ঠাবার্ষিকীকে সফল ও উৎসবমুখর করে তোলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট