1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পশ্চিম-উত্তর আমেরিকায় ভয়াবহ বন্যা: দশ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ বিজয়নগরে শরিফ ওসমান হাদির ওপর হামলায় গভীর উদ্বেগ প্রধান উপদেষ্টা বিপিএল ২০২৫-এ ঢাকা ক্যাপিটালসে যোগ দিলেন রহমানুল্লাহ গুরবাজ ৩৪৯ কোটি লোকসান সত্ত্বেও মোবারকগঞ্জ চিনিকলের ৫৯তম মাড়াই মৌসুমের উদ্বোধন কাহারোলে শ্রী মা সারদা দেবীর ১৭৩তম জন্মতিথি পালিত শাহরুখ খান দুবাইয়ে টাওয়ার উদ্বোধনে শেয়ার করলেন জীবনের মোড় ঘুরানো মুহূর্ত মাত্র ৫ রানে ভারতের ৫ উইকেট নিয়ে ভারতকে হারিয়ে সমতায় দক্ষিণ আফ্রিকা এস আলম গ্রুপের ১,৯৩৬ একর জমি জব্দের আদেশ: দুদক চট্টগ্রাম বন্দরে ডিপোগুলোর কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত স্থগিত বিকডা মেয়েদের হিজাব নিষেধাজ্ঞায় অস্ট্রিয়ার পার্লামেন্ট অনুমোদন দিল

পিরোজপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক বেঞ্চ ভাঙ্গারিতে বিক্রি

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুরের ইন্দুরকানীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক বেঞ্চ ভাঙ্গারিতে বিক্রি করা হয়েছে। শিক্ষা কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্থানীয় বিএনপি নেতাদের সহযোগিতায় এ লেনদেন হয়েছে। বিষয়টি নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছে প্রশাসন।

পিরোজপুরের ইন্দুরকানীতে নিয়ম-নীতি উপেক্ষা করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক পুরাতন বেঞ্চ ভাঙ্গারি ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়েছে। উপজেলার ২৪ নং ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিগার সুলতানা স্থানীয় বিএনপি নেতাদের সহযোগিতায় বেঞ্চ বিক্রির বিষয়টি স্বীকার করেছেন। তবে শিক্ষা কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো অনুমতি দেননি বলে জানিয়েছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, চন্ডিপুর বাজারের ভাঙ্গারি ব্যবসায়ী জাকির হোসেন গাজীর গুদামে ওই বেঞ্চগুলো রাখা হয়েছে। জাকির জানান, স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল সিকদার, শাহীন বয়াতি ও ইমাম শিকদারের কাছ থেকে চা ব্যবসায়ী এনায়েতের মাধ্যমে তিনি বেঞ্চগুলো কিনেছেন। প্রতি কেজি ৩৯.৫০ টাকা দরে ৪৯০ কেজি লোহা পাইপসহ বেঞ্চের মোট মূল্য ধরা হয়েছে ১৯ হাজার ৩৫৫ টাকা। এ বিষয়ে তিনি একটি চুক্তিপত্রও প্রদর্শন করেন।

প্রধান শিক্ষিকা নিগার সুলতানা মোবাইলে স্বীকার করে বলেন, “পরিত্যক্ত ভবনে রাখা অপ্রয়োজনীয় বেঞ্চ স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে পরামর্শ করে বিক্রি করেছি। কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার প্রয়োজন বুঝতে পারিনি।” তবে বিক্রির অর্থ কীভাবে ব্যবহার করা হয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানাননি।

উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল হাকিম বলেন, “শুধু একটি পরিত্যক্ত ভবন ও কিছু গাছের নিলাম হয়েছে, বেঞ্চ বিক্রির কোনো অনুমতি দেওয়া হয়নি। প্রধান শিক্ষিকার সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মোহাম্মদ আলী জানান, “বেঞ্চ বিক্রির অনুমতি ছাড়াই বিক্রি করা হয়েছে। তদন্তে অভিযোগ সত্য প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এই ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, সরকারি সম্পদ এভাবে ব্যক্তিগত সিদ্ধান্তে বিক্রি করা দুর্নীতির শামিল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট