ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে বাদ দিয়ে অন্য আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টার দিকে ভাঙ্গার মাধবপুর স্ট্যান্ডে গাছের গুঁড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে তারা মহাসড়ক অবরোধ করে। এতে ফরিদপুর-বরিশাল মহাসড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে।
একইভাবে আলগী ইউনিয়নের মনসুরাবাদ এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে স্থানীয়রা। ফলে দুই মহাসড়কেই ব্যাপক যানজট সৃষ্টি হয় এবং যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রোকিবুজ্জামান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা প্রশাসন ও হাইওয়ে পুলিশ স্থানীয়দের সঙ্গে আলোচনা করছে।
উল্লেখ্য, আসন বিন্যাস নিয়ে নির্বাচন কমিশনের সাম্প্রতিক গেজেট প্রকাশের পর থেকেই স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এর আগে গত শুক্রবারও একই দাবিতে এলাকাবাসী দুই দফা মহাসড়ক অবরোধ করেছিলেন। উপজেলা প্রশাসনের আশ্বাসে তারা আন্দোলন স্থগিত করলেও তিন দিনের আল্টিমেটাম শেষে মঙ্গলবার পুনরায় মহাসড়ক অবরোধে নামে।