1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পশ্চিম-উত্তর আমেরিকায় ভয়াবহ বন্যা: দশ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ বিজয়নগরে শরিফ ওসমান হাদির ওপর হামলায় গভীর উদ্বেগ প্রধান উপদেষ্টা বিপিএল ২০২৫-এ ঢাকা ক্যাপিটালসে যোগ দিলেন রহমানুল্লাহ গুরবাজ ৩৪৯ কোটি লোকসান সত্ত্বেও মোবারকগঞ্জ চিনিকলের ৫৯তম মাড়াই মৌসুমের উদ্বোধন কাহারোলে শ্রী মা সারদা দেবীর ১৭৩তম জন্মতিথি পালিত শাহরুখ খান দুবাইয়ে টাওয়ার উদ্বোধনে শেয়ার করলেন জীবনের মোড় ঘুরানো মুহূর্ত মাত্র ৫ রানে ভারতের ৫ উইকেট নিয়ে ভারতকে হারিয়ে সমতায় দক্ষিণ আফ্রিকা এস আলম গ্রুপের ১,৯৩৬ একর জমি জব্দের আদেশ: দুদক চট্টগ্রাম বন্দরে ডিপোগুলোর কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত স্থগিত বিকডা মেয়েদের হিজাব নিষেধাজ্ঞায় অস্ট্রিয়ার পার্লামেন্ট অনুমোদন দিল

নাজিরপুরে পিআর পদ্ধতি ও জুলাই সনদে নির্বাচনের দাবীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুরের নাজিরপুরে পিআর পদ্ধতি ও জুলাই সনদের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ৫ দফা দাবীর দাবীতে জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

পিরোজপুরের নাজিরপুরে পিআর পদ্ধতি ও জুলাই সনদের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচন এবং কেন্দ্রীয় ঘোষিত ৫ দফা দাবী বাস্তবায়নের দাবীতে জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ গেটের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রাজ্জাক এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি কাজী মোসলেহ্ উদ্দিন। বক্তব্য রাখেন উপজেলা বায়তুল মাল সম্পাদক মাওলানা আবু দাউদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি হাফেজ ইমরান হোসাইন, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা হাবিবুল্লাহ বেলালী, নাজিরপুর সদর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি প্রভাষক আল আমিন খান, উপজেলা শিবির সভাপতি মোঃ আবু হানিফ ও ইসরাফিল হাওলাদার প্রমুখ।

বক্তারা বলেন, যারা মাত্র ৩০-৩৫ ভাগ ভোট পেয়ে শতভাগ ক্ষমতা ভোগ করতে চায় তারাই পিআর পদ্ধতির বিরোধিতা করছে। যারা পুরোনো ক্ষতিকর রাজনৈতিক বন্দোবস্ত ধরে রাখতে চায় এবং দেশকে সন্ত্রাস, চাঁদাবাজি ও পেশিশক্তির অন্ধকার রাজনীতিতে নিমজ্জিত রাখতে চায় তারাই পিআর ব্যবস্থার বিপক্ষে অবস্থান নিচ্ছে।

এসময় তারা অবিলম্বে পিআর পদ্ধতি ও জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবী বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। অন্যথায় কঠোর আন্দোলন কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলেও সমাবেশ থেকে জানানো হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট