1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে – ব্রিটিশ হাইকমিশনার ঝিনাইদহে ছোট ভাইয়ের বটির আঘাতে বড় ভাই নিহত দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর ভোটার সমাবেশে মাওলানা কবিরুল ইসলামের গুরুত্বপূর্ণ বক্তব্য জামালপুরে বাস চাপায় অটোরিক্সার এক যাত্রী নিহত, আহত ৫ ২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম

পিরোজপুরে শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুরে প্রধান শিক্ষক বিপুল মৈত্র ও সহকারী শিক্ষক অসীম কুমারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। তারা হামলাকারীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

পিরোজপুরের জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মৈত্র (৫২) ও সহকারী শিক্ষক অসীম কুমারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। সোমবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিদ্যালয়ের সামনে থেকে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।

মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রতিবাদী স্লোগান দিতে থাকেন—“শিক্ষকদের উপর হামলা কেন, প্রশাসন জবাব চাই”, “শিক্ষকদের উপর হামলার বিচার চাই”, “শিক্ষা খাত বাঁচাতে হলে শিক্ষকদের নিরাপত্তা দিতে হবে” ইত্যাদি। পরে অনুষ্ঠিত মানববন্ধনে তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানান।

শিক্ষার্থীরা আরও বলেন, শিক্ষক সমাজের উপর হামলা শিক্ষা ব্যবস্থার উপর আঘাতের শামিল। ভবিষ্যতে যেন কোনো শিক্ষকের উপর এমন বর্বরোচিত হামলার ঘটনা না ঘটে সে জন্য প্রশাসনের কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে বিদ্যালয়ের কাজ শেষ করে প্রধান শিক্ষক বিপুল মৈত্র ও সহকারী শিক্ষক অসীম কুমার মোটরসাইকেলে করে পিরোজপুর ফেরার পথে ঝরঝরিতলা এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন। এ সময় সন্ত্রাসীরা তাদের এলোপাতাড়ি হাঁতুড়ি দিয়ে পিটিয়ে বিপুল মৈত্রের দুই পা ও ডান হাত ভেঙে দেয় এবং অসীম কুমারকে মারাত্মকভাবে আহত করে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পরদিনই সন্দেহভাজন হিসেবে বিএনপি নেতা সরদার কামরুজ্জামান চাঁনসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট