1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নাটোরে বাংলাবান্ধা এক্সপ্রেসে আগুন, আতঙ্কে যাত্রীরা বিএনপি প্রার্থী মনোনয়ন নিয়ে এম এ মালেক: এখনো কেউ গ্রিন সিগন্যাল পাননি উইমেনস ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত শুরু, পাকিস্তানকে ১২৯ রানে গুটিয়ে দিল বাংলাদেশ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘শক্তি’, বাংলাদেশে ভারী বৃষ্টি ও বন্যার আশঙ্কা বিমানবন্দরে এনসিপি নেতাকর্মীদের দুর্ব্যবহার, সাংবাদিকদের সংবাদ সম্মেলন বর্জন ভাষাসৈনিক ও রবীন্দ্র বিশেষজ্ঞ আহমদ রফিক লাইফ সাপোর্টে গাজা ফ্লোটিলায় যোগ দিয়ে ইতিহাস গড়লেন শহিদুল আলম জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে পিরোজপুরের দুর্গাপূজায় শুভেচ্ছা ও মতবিনিময় খুলনার দিঘলিয়ায় বিশিষ্ট আলেম মাওলানা খান আব্দুল গফুরের জানাজা ও দাফন সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব: ডিআইজি বরিশাল

জাতিসংঘ সম্মেলনে যোগ দিলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনায় জোর

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সদর দপ্তরে রোহিঙ্গা সংকট বিষয়ক উচ্চপর্যায়ের সম্মেলনে যোগ দিয়েছেন। এর আগে তিনি ইউএনএইচসিআর প্রধান ফিলিপ্পো গ্রান্ডির সঙ্গে বৈঠক করে সংকট সমাধানে আন্তর্জাতিক সমর্থনের আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত ‘মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি’ বিষয়ক উচ্চপর্যায়ের সম্মেলনে যোগ দিয়েছে। এর আগে সোমবার (২৯ সেপ্টেম্বর) তিনি জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) ফিলিপ্পো গ্রান্ডির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।

বৈঠকে উভয় নেতা রোহিঙ্গা সংকটের মূল ইস্যুগুলো নিয়ে গভীর আলোচনা করেন। এর মধ্যে ছিল মিয়ানমারের রাখাইন রাজ্যের অবনতিশীল মানবিক পরিস্থিতি, কক্সবাজারে অবস্থানরত এক মিলিয়নেরও বেশি রোহিঙ্গার ওপর আন্তর্জাতিক সহায়তা হ্রাস এবং রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিত করতে চলমান কূটনৈতিক প্রচেষ্টা।

প্রধান উপদেষ্টা ইউনূস জানান, গত ১৮ মাসে প্রায় দেড় লাখ নতুন রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে, যা সংকটকে আরও জটিল করে তুলেছে এবং আঞ্চলিক উত্তেজনা বাড়িয়েছে। তিনি আশা প্রকাশ করেন, রোহিঙ্গা সংকটকে কেন্দ্র করে প্রথমবারের মতো আয়োজিত এই উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন একটি কার্যকর রোডম্যাপ প্রণয়ন করবে এবং আশ্রিত রোহিঙ্গাদের জন্য জরুরি তহবিল সংগ্রহে সহায়ক হবে।

ফিলিপ্পো গ্রান্ডি সম্প্রতি কক্সবাজারে অনুষ্ঠিত আঞ্চলিক সম্মেলনের প্রশংসা করেন, যেখানে প্রথমবার রোহিঙ্গা নেতারা সক্রিয়ভাবে আলোচনায় অংশ নেন। তিনি বাংলাদেশকে বৈশ্বিক শক্তিধর দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বাড়িয়ে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করার আহ্বান জানান।

বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ইউএনএইচসিআর প্রধানকে জানান, এ পর্যন্ত প্রায় ২ লাখ ৫০ হাজার রোহিঙ্গার যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তনের আগে তাদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে।

এই সম্মেলনকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যা রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহযোগিতাকে আরও গতিশীল করবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট