1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নাটোরে বাংলাবান্ধা এক্সপ্রেসে আগুন, আতঙ্কে যাত্রীরা বিএনপি প্রার্থী মনোনয়ন নিয়ে এম এ মালেক: এখনো কেউ গ্রিন সিগন্যাল পাননি উইমেনস ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত শুরু, পাকিস্তানকে ১২৯ রানে গুটিয়ে দিল বাংলাদেশ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘শক্তি’, বাংলাদেশে ভারী বৃষ্টি ও বন্যার আশঙ্কা বিমানবন্দরে এনসিপি নেতাকর্মীদের দুর্ব্যবহার, সাংবাদিকদের সংবাদ সম্মেলন বর্জন ভাষাসৈনিক ও রবীন্দ্র বিশেষজ্ঞ আহমদ রফিক লাইফ সাপোর্টে গাজা ফ্লোটিলায় যোগ দিয়ে ইতিহাস গড়লেন শহিদুল আলম জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে পিরোজপুরের দুর্গাপূজায় শুভেচ্ছা ও মতবিনিময় খুলনার দিঘলিয়ায় বিশিষ্ট আলেম মাওলানা খান আব্দুল গফুরের জানাজা ও দাফন সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব: ডিআইজি বরিশাল

খুলনার দিঘলিয়ায় বিশিষ্ট আলেম মাওলানা খান আব্দুল গফুরের জানাজা ও দাফন

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
খুলনার দিঘলিয়ায় বিশিষ্ট আলেম মাওলানা খান আব্দুল গফুর ইন্তেকাল করেছেন। ইসলাম প্রচার ও শিক্ষা প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ অবদান রাখা এই আলেমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

খুলনার দিঘলিয়ায় সর্বজন স্বীকৃত বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা খান আব্দুল গফুর (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে নিজ বাসভবনে অসুস্থ অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মাওলানা খান আব্দুল গফুর ছিলেন মরহুম ছোট মাওলানা খাঁন ফজলউদ্দিনের পুত্র। তিনি দীর্ঘদিন দিঘলিয়ার মৌলভী বাড়ি জামে মসজিদে ইমামতি করেছেন এবং কেন্দ্রীয় ঈদগাহে ইমামের দায়িত্ব পালন করেছেন। জীবদ্দশায় তিনি বহু মাদ্রাসা, মসজিদ ও ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা এবং ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তার মৃত্যুতে দিঘলিয়া উপজেলাসহ খুলনার রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। দিঘলিয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয় এবং পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় উপজেলা চেয়ারম্যান, আলেম-ওলামা, রাজনৈতিক নেতা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিকসহ হাজারো মানুষ অংশ নেন।

বিশেষভাবে উল্লেখযোগ্য যে, মরহুমের জানাজার নামাজে ইমামতি করেন তার বড় ছেলে মাওলানা রেজোয়ান। উপস্থিত বক্তারা বলেন, তার জীবন ছিল সততা, নৈতিকতা ও ইসলামি শিক্ষায় ভরপুর। তিনি শুধু একজন আলেম নন, বরং ছিলেন একজন আদর্শবান মানুষ যিনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবেন।

তার মৃত্যুতে দিঘলিয়া বাসী একজন প্রজ্ঞাবান ইসলামি ব্যক্তিত্বকে হারালো, যা সহজে পূরণ হবার নয়। সর্বস্তরের মানুষ তার রূহের মাগফিরাত কামনা করে দোয়া করেছেন—আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট