1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীলঙ্কাকে ৭৮ রানে হারালো বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ কুতুবদিয়ায় প্রধান শিক্ষকের মামলায় আটকে আছে ৩২ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতি হাঙ্গেরির প্রধানমন্ত্রী অরবান দাবি: ইউরোপ ২০৩০ সালের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ঝিনাইদহে উদযাপিত বিশ্ব মৃত্তিকা দিবস: স্বাস্থ্যকর মাটির গুরুত্বে আলোচনা ও কুইজ প্রতিযোগিতা ২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে – ব্রিটিশ হাইকমিশনার ঝিনাইদহে ছোট ভাইয়ের বটির আঘাতে বড় ভাই নিহত দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর ভোটার সমাবেশে মাওলানা কবিরুল ইসলামের গুরুত্বপূর্ণ বক্তব্য জামালপুরে বাস চাপায় অটোরিক্সার এক যাত্রী নিহত, আহত ৫ ২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি

কাউখালীতে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে কর্মবিরতি পালন

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি পালন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলার কর্মরত স্বাস্থ্য সহকারীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে তারা বৈষম্যের শিকার। তাদের ন্যায্য দাবি পূরণ না হওয়ায় বাধ্য হয়েই কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে—
১. নিয়োগ বিধি সংশোধন করে স্নাতক বা সমমানের যোগ্যতা অনুযায়ী ১৪ তম গ্রেড প্রদান,
২. পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিত করা,
৩. সব স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের প্রশিক্ষণ ছাড়াই স্নাতক স্কেলে অন্তর্ভুক্ত করা,
এছাড়া আরও তিনটি দাবিসহ মোট ছয় দফা বাস্তবায়নের লক্ষ্যে তারা এই কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন কাউখালী উপজেলা শাখার সভাপতি গোলাম রব্বানী রনি, সাধারণ সম্পাদক আল মামুন, জেলা অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা অর্থ সম্পাদক আনোয়ার কবির, সদস্য মো. রেদোয়ান ও তানিয়া আক্তার প্রমুখ।

বক্তারা বলেন, “স্বাস্থ্য সহকারীদের ন্যায্য দাবি দীর্ঘদিনের। বৈষম্যের শিকার হয়ে আমরা কাজ করছি। সরকার যদি দ্রুত পদক্ষেপ না নেয়, তাহলে কর্মসূচি আরও কঠোর করা হবে।”

তারা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে স্বাস্থ্য সহকারীদের ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়ন করবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট