নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল কর্তৃক পবিত্র আল-কুরআন অবমাননার প্রতিবাদে এবং এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পিরোজপুরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) বিকেল ৫টায় জাতীয় উলামা মাশায়েখ আঈমা পরিষদ পিরোজপুর জেলা শাখার উদ্যোগে টাউন ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় উলামা মাশায়েখ আঈমা পরিষদের উপদেষ্টা মাওলানা মোঃ ইয়াহিয়া হাওলাদার, সহ-সভাপতি মাওলানা জাহাঙ্গীর হোসেন, সহ-সাধারণ সম্পাদক মুফতি আব্দুল্লাহ আল মামুন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আলামিন হোসাইন এবং বলাকা ক্লাব মসজিদের ইমাম মুফতি হাফিজুর রহমান।
এসময় জেলার উলামা-মাশায়েখ, ধর্মপ্রাণ মুসল্লি ও স্থানীয় নেতৃবৃন্দ মানববন্ধনে অংশ নেন।
বক্তারা বলেন, ইসলামের পবিত্র গ্রন্থ আল-কুরআনের অবমাননা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে গভীর আঘাত হেনেছে।
এ ধরনের জঘন্য কর্মকাণ্ড বরদাস্ত করা যায় না।
তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে যেমন প্রতিবাদের ঝড় উঠেছে, পিরোজপুরেও তারই ধারাবাহিকতায় শান্তিপূর্ণ মানববন্ধনের আয়োজন করা হয়েছে।
বক্তারা আরও বলেন, “আমরা শান্তিপ্রিয় মানুষ, তবে ধর্ম নিয়ে কেউ কটুক্তি বা অবমাননা করলে মুসলমানরা চুপ থাকতে পারে না।” তারা এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান, যাতে ভবিষ্যতে কেউ এমন নিন্দনীয় কাজ করতে সাহস না পায়।
মানববন্ধন শেষে টাউন ক্লাব থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বড় মসজিদের সামনে এসে শেষ হয়।
পরিশেষে দেশের শান্তি, সমৃদ্ধি ও ধর্মীয় সম্প্রীতি রক্ষার জন্য দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।