1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহ জেলা বিএনপি সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ইন্দুরকানীতে সুপারি পাড়া নিয়ে ভাতিজার দায়ের কোপে চাচা গুরুতর আহত ঝিনাইদহে রেললাইন, মেডিকেল কলেজ ও নবগঙ্গা নদী সংস্কারের দাবিতে মানববন্ধন ইন্দুরকানী উপজেলা মৎস্য কর্মকর্তার অনুপস্থিতির সুযোগে চলছে ইলিশ শিকার নিখোঁজ শিশু জিসানকে হত্যার পর মাটিতে পুঁতে রাখা মরদেহ তিন দিন পর উদ্ধার শান্তি, সমৃদ্ধি ও সম্প্রীতির পিরোজপুর-১ গড়ার অঙ্গীকার মাসুদ সাঈদীর ভেনেজুয়েলাকে হারিয়ে জয়ের ধারায় ফিরল আর্জেন্টিনা নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস প্রতারণার অভিযোগে অভিযুক্ত শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো শিক্ষককে পেটানোর অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

মঠবাড়িয়ায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৩ জেলেকে ৪৫ হাজার টাকা জরিমানা

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
পিরোজপুরের মঠবাড়িয়ায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বলেশ্বর নদীতে ইলিশ মাছ ধরার দায়ে তিন জেলেকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মা ইলিশ সংরক্ষণে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মৎস্য কর্মকর্তা।

পিরোজপুরের মঠবাড়িয়ায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বলেশ্বর নদীতে ইলিশ মাছ ধরার অপরাধে তিন জেলেকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
বুধবার (৮ অক্টোবর) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কাইয়ূম এ আদালত পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—ভাণ্ডারিয়া উপজেলার জুনিয়া গ্রামের হাসান তালুকদার (২৪), সুমন মিয়া (২৮) ও সোহাগ মিয়া (২৬)।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার রাতে মঠবাড়িয়ার তুষখালী ইউনিয়নের বলেশ্বর নদীর মোহনায় মা ইলিশ সংরক্ষণ অভিযানের সময় এ তিন জেলেকে আটক করা হয়।
এ সময় উপজেলা মৎস্য বিভাগ তাদের কাছ থেকে এক হাজার মিটার ইলিশ ধরার জাল জব্দ করে।

পরে ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালত মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী প্রত্যেককে ১৫ হাজার টাকা করে, মোট ৪৫ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেন।

মঠবাড়িয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হোসেন বলেন,
“মা ইলিশ রক্ষায় ২২ দিনের অবরোধ সফল করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কেউ যদি এই সময়ে নদী বা সাগরে মাছ ধরতে যায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, জনসচেতনতা বাড়াতে প্রতিদিন নদী তীরবর্তী এলাকায় মাইকিং ও টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

সরকার প্রতি বছর মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে নির্দিষ্ট সময়ের জন্য ২২ দিন মাছ ধরা, পরিবহন ও বিক্রি নিষিদ্ধ ঘোষণা করে।
এর উদ্দেশ্য হচ্ছে ইলিশের প্রজনন মৌসুমে ডিম ছাড়ার সুযোগ নিশ্চিত করা এবং আগামী মৌসুমে উৎপাদন বৃদ্ধি করা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট