পিরোজপুরের কাউখালীতে সরকারের নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে মা ইলিশ ধরার অপরাধে উপজেলা প্রশাসনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) দিনব্যাপী উপজেলার বিভিন্ন নদীতে এই অভিযান চালানো হয়।
উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লার নেতৃত্বে পরিচালিত অভিযানে কঁচা নদী থেকে প্রায় চার হাজার মিটার সুতার জাল ও একটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়।
অভিযান টের পেয়ে জেলেরা নৌকা ও জাল ফেলে পালিয়ে যায়। জব্দকৃত জালের আনুমানিক মূল্য প্রায় এক লক্ষ টাকা বলে জানা গেছে।
জব্দ করা নৌকাটি পরবর্তীতে ধ্বংস করে নদীতে ফেলে দেওয়া হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান জানান, “জব্দকৃত সব জাল জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়েছে।”
তিনি আরও বলেন, মা ইলিশ রক্ষায় সরকারের এ উদ্যোগ সফল করতে অবৈধভাবে মাছ ধরার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা বলেন, “আমাদের প্রাকৃতিক সম্পদ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত নদীতে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। এ সময় কোনো অসাধু জেলে যেন নদীতে মাছ ধরতে না পারে, সেজন্য প্রশাসনের তৎপরতা অব্যাহত থাকবে।”
প্রশাসনের কর্মকর্তারা বলেন, মা ইলিশ সংরক্ষণ শুধু আইন প্রয়োগের বিষয় নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের খাদ্যনিরাপত্তার সঙ্গে সম্পর্কিত।
তাই নদী ও মাছ রক্ষায় সকল জেলে, ব্যবসায়ী ও স্থানীয় জনগণের সহযোগিতা অপরিহার্য।