1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহ জেলা বিএনপি সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ইন্দুরকানীতে সুপারি পাড়া নিয়ে ভাতিজার দায়ের কোপে চাচা গুরুতর আহত ঝিনাইদহে রেললাইন, মেডিকেল কলেজ ও নবগঙ্গা নদী সংস্কারের দাবিতে মানববন্ধন ইন্দুরকানী উপজেলা মৎস্য কর্মকর্তার অনুপস্থিতির সুযোগে চলছে ইলিশ শিকার নিখোঁজ শিশু জিসানকে হত্যার পর মাটিতে পুঁতে রাখা মরদেহ তিন দিন পর উদ্ধার শান্তি, সমৃদ্ধি ও সম্প্রীতির পিরোজপুর-১ গড়ার অঙ্গীকার মাসুদ সাঈদীর ভেনেজুয়েলাকে হারিয়ে জয়ের ধারায় ফিরল আর্জেন্টিনা নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস প্রতারণার অভিযোগে অভিযুক্ত শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো শিক্ষককে পেটানোর অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
চলতি বছরের শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো। নোবেল কমিটি জানিয়েছে, গণতন্ত্র প্রতিষ্ঠা ও স্বৈরাচারবিরোধী সংগ্রামে তার ভূমিকার স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দেওয়া হয়েছে।

চলতি বছরের শান্তিতে নোবেল পুরস্কার জয় করেছেন ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো।
পুরস্কার ঘোষণার খবর শুনে তিনি নিজেই হতবাক হয়ে যান বলে জানিয়েছেন।

মাচাদোর প্রেস টিম পাঠানো এক ভিডিওতে দেখা গেছে, তিনি ফোনে সাবেক প্রেসিডেন্ট প্রার্থী এডমুন্ডো গনজালেস উরুতিয়ার সঙ্গে কথা বলছেন।
গত প্রেসিডেন্ট নির্বাচনে মাচাদোকে প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরত রাখা হলে, গনজালেস তার জায়গায় প্রার্থী হিসেবে অংশ নেন।

ভিডিও বার্তায় মাচাদোকে বলতে শোনা যায়, “এটা কী! আমি বিশ্বাসই করতে পারছি না।” প্রায় এক বছর আগে নির্বাসনে যাওয়া গনজালেস তখন উত্তরে বলেন, “আমরা আনন্দে আত্মহারা।”

৫৮ বছর বয়সী মাচাদো বর্তমানে ভেনেজুয়েলায় লোকচক্ষুর অন্তরালে অবস্থান করছেন।
শুক্রবার (১০ অক্টোবর) নরওয়ের নোবেল কমিটি আনুষ্ঠানিকভাবে ২০২৫ সালের শান্তিতে নোবেল বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করে।

নোবেল কমিটির চেয়ারম্যান ইয়র্গেন ওয়াতনে ফ্রিডনেস অসলোতে এক ঘোষণায় বলেন, “ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় নিরলস প্রচেষ্টা এবং স্বৈরতন্ত্র থেকে ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ গণতন্ত্রে রূপান্তরের সংগ্রামে নেতৃত্ব দেওয়ার স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দেওয়া হয়েছে।”

মাচাদোর নোবেল জয়কে ভেনেজুয়েলার গণতন্ত্রপন্থী আন্দোলনের “ঐতিহাসিক অর্জন” হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
তারা মনে করেন, এই পুরস্কার দেশটির গণতান্ত্রিক রূপান্তরের পথে নতুন আশা জাগাবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট