1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দেশে আসছে মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ ‘পরশ’: তাপমাত্রা নামতে পারে ৮–১০ ডিগ্রিতে কম্বোডিয়ায় বিমান হামলার পর থাইল্যান্ডের কড়া হুঁশিয়ারি ১০ ডিসেম্বর রেকর্ড হবে সিইসির ভাষণ, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা সম্ভাবনা পিরোজপুরে আদর্শ মা ও আদর্শ শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত কাহারোলে জামায়াতের এমপি প্রার্থীর গণসংযোগ, দোয়া ও ভোট চাইলেন মতিউর রহমান কালীগঞ্জে গ্রামীণ সড়ক নির্মাণে ঠিকাদারের অবহেলা: ৭ গ্রামের মানুষের চরম ভোগান্তি না‌জিরপু‌রে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রীলঙ্কাকে ৭৮ রানে হারালো বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ কুতুবদিয়ায় প্রধান শিক্ষকের মামলায় আটকে আছে ৩২ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতি

পিরোজপুরে চলছে টাইফয়েড প্রতিরোধক টিকাদান কার্যক্রম, লক্ষ্যমাত্রা ৩ লাখ ২৯ হাজার শিশু

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
পিরোজপুর জেলায় ৩ লাখ ২৯ হাজার শিশুকে টাইফয়েড প্রতিরোধক টিকা দেওয়ার কার্যক্রম চলছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এই টিকাদান কর্মসূচি সফলভাবে সম্পন্নের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

পিরোজপুর জেলায় টাইফয়েড প্রতিরোধক টিকাদান কার্যক্রম সফলভাবে চলছে। জেলার নয়টি উপজেলায় একযোগে ৩ লাখ ২৯ হাজার শিশুকে টিকা প্রদানের লক্ষ্যে এ কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান।

জেলার বিভিন্ন স্কুলভিত্তিক টিকাদান ক্যাম্পে উৎসবমুখর পরিবেশে শিশুদের টিকা দেওয়া হচ্ছে। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। টিকাদান কেন্দ্রগুলোতে স্বাস্থ্যকর্মীরা শিশুদের টিকা প্রদানের পাশাপাশি স্বাস্থ্যবিধি ও সচেতনতার বিষয়েও নির্দেশনা দিচ্ছেন।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, টাইফয়েড প্রতিরোধে এই টিকাদান কর্মসূচি শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও ভবিষ্যৎ ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা বলেন, “এটি দেশের শিশু স্বাস্থ্য সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।”

এই টিকাদান কার্যক্রম ১২ অক্টোবর থেকে শুরু হয়ে ৩০ অক্টোবর পর্যন্ত স্কুল পর্যায়ে চলবে, আর ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত কমিউনিটি পর্যায়ে টিকা দেওয়া হবে। ইতিমধ্যে ১২ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ৪৭ হাজার ৮২ জন শিশুকে টিকা দেওয়া হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. মতিউর রহমান বলেন, “শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতে টাইফয়েড টিকা অত্যন্ত জরুরি। পিরোজপুরে অভিভাবক ও বিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় আমরা ইতিবাচক সাড়া পাচ্ছি।”

তিনি আরও বলেন, “নির্ধারিত সময়ের মধ্যেই লক্ষ্যমাত্রার সব শিশুদের টিকাদান সম্পন্ন করা সম্ভব হবে। জনসচেতনতা ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন সম্ভব।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট