
চট্টগ্রামের রপ্তানি প্রক্রিয়াকরণ (সিইপিজেড) এলাকায় একটি পোশাক কারখানায় ভয়াবহ আগুন লেগেছে, যা ছড়িয়ে পড়েছে ৯ তলা ভবনের নিচতলা পর্যন্ত। সপ্তাহের চারদিনে সাত ঘণ্টা পার হলেও আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, আগুনের তীব্রতায় আশপাশের আরও কয়েকটি কারখানা ঝুঁকির মধ্যে রয়েছে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনোয়ার হোসেন বলেন, “ফায়ার সার্ভিসের বন্দর, আগ্রাবাদ, ইপিজেড, কালুরঘাট ও চন্দনপুরা স্টেশনের ২৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পাশাপাশি নৌবাহিনী ও বিমানবাহিনীর ফায়ার ইউনিট আগুন নেভাতে যুক্ত হয়েছে। সেনাবাহিনী, বিজিবি ও পুলিশও পরিস্থিতি সামলাচ্ছে।”
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রথমে সিইপিজেডের ‘অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড’ নামের কারখানাটির ৭ তলা থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর তা দ্রুত ছড়িয়ে গিয়ে ৯ তলার নিচতলা পর্যন্ত পৌঁছেছে। আগুনের তাপে পাশের কয়েকটি কারখানাও ঝুঁকির মধ্যে পড়েছে। “আমরা আমাদের কারখানার ভবনে পানি ছিটিয়ে শীতল রাখার চেষ্টা করছি,” জানিয়েছেন পাশের কারখানা ‘স্মার্ট জ্যাকেট’-এর কর্মকর্তা শাহনেওয়াজ।
ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনের তীব্রতা এত বেশি যে আশেপাশের ভবনেও তাপ পৌঁছাচ্ছে। তবে এ পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কারখানার কর্মীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
রাত ১০টা পর্যন্ত পরিস্থিতি খুবই তীব্র। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, ভবনের ভেতরে দাহ্য পদার্থ বেশি থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে যাচ্ছে। আধুনিক সরঞ্জাম ব্যবহার সত্ত্বেও পানির চাপ কম থাকায় নিয়ন্ত্রণে সমস্যা হচ্ছে।
চট্টগ্রাম সিইপিজেড এলাকার এই আগুনের ঘটনা শিল্প এলাকা ও শ্রমিকদের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।