1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্যাচ মিসে বাংলাদেশকে ডুবালেন নুরুল হাসান, সুপার ওভারে ওয়েস্ট ইন্ডিজের জয় কানপুরে ‘আই লাভ মুহাম্মদ’ সাইনবোর্ড ঘিরে উত্তেজনা, নয় মুসলিমের বিরুদ্ধে মামলা ফ্যাসিবাদবিরোধী ঐক্য ভাঙার ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকার আহ্বান মাসুদ সাঈদীর ভারত যেন বাংলাদেশের জলসীমায় মাছ না ধরে কাউখালীতে ওয়ারেন্টভুক্ত দুর্ধর্ষ মাদক সম্রাট পারভেজ মহাজন গ্রেফতার পাকিস্তানের সঙ্গে উত্তেজনায় ভারতের ভূমিকা নেই: ইয়াকুব মুজাহিদ ঝিনাইদহে ৭ দফা দাবিতে সড়ক ও জনপথ বিভাগের কর্মচারীদের মানববন্ধন পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন ঝিনাইদহে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস পালিত পিরোজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৫টি দোকান

মঠবাড়িয়ায় চিকিৎসা সেবায় অনিয়ম: ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা ও ৭ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
পিরোজপুরের মঠবাড়িয়ায় চিকিৎসা সেবায় অনিয়ম, মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং কাগজপত্রে ত্রুটি ধরা পড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৬১ হাজার টাকা জরিমানা ও ৭টি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে।

পিরোজপুরের মঠবাড়িয়ায় চিকিৎসা সেবায় অনিয়ম, মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহার, ত্রুটিপূর্ণ কাগজপত্রসহ নানা অভিযোগে ভ্রাম্যমান আদালত একাধিক বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে। এ অভিযানে মোট ৬১ হাজার টাকা জরিমানা করা হয় এবং ৭টি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেওয়া হয়।

রবিবার (১৯ অক্টোবর) দুপুরে মঠবাড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাইসুল ইসলাম এর নেতৃত্বে পৌর শহরের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফেরদৌস ইসলাম প্রিন্স।

অভিযান চলাকালে চিকিৎসা সেবায় নানা অনিয়মের দায়ে পপুলার জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এর মালিককে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড, এবং সৌদি প্রবাসী হাসপাতাল-কে ৩০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

এছাড়া স্কয়ার ডায়াগনস্টিক সেন্টার, মডার্ণ ডায়াগনস্টিক সেন্টার, হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, সিয়াম ডায়াগনস্টিক সেন্টার ও ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষকে মোট ১১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান টের পেয়ে মডার্ণ ডায়াগনস্টিক সেন্টার, নূর ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টরস, এ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার, সৌদি প্রবাসী ডায়াগনস্টিক, নিউ যমুনা ডায়াগনস্টিক সেন্টার, আইকন মেডিকেল সেন্টার এবং সিটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে পালিয়ে যায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরে এসব প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হয় এবং কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাইসুল ইসলাম বলেন, “ডায়াগনস্টিক সমিতিকে পূর্বেই অবহিত করে অভিযান পরিচালনা করা হয়েছে। অনেক প্রতিষ্ঠান অনিয়ম ঢাকতে পালিয়ে যায়, তাই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্বাস্থ্য সেবায় কোনও অনিয়ম সহ্য করা হবে না, এ অভিযান চলমান থাকবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট