1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর বাংলাদেশ ফুটবল দল পেল ২ কোটি টাকার পুরস্কার ভ্যাট সঠিকভাবে সরকারে পৌঁছানো নিশ্চিত করতে হবে: অর্থ উপদেষ্টা সচিবালয়ে অবরুদ্ধ অবস্থায় ৬ ঘণ্টা কাটিয়ে অর্থ উপদেষ্টা নিরাপদে ত্যাগ করলেন যুক্তরাষ্ট্রে পর্যটকদের সোশ্যাল মিডিয়া ইতিহাস আবেদনের নতুন প্রস্তাব পিরোজপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবসের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কাহারোলে বিএনপির ফ্রি মেডিক্যাল ক্যাম্প, গ্রামীণ জনসেবায় ব্যাপক সাড়া উচ্চশিক্ষায় পিছিয়ে পড়া পিরোজপুরকে এগিয়ে নিতে ‘বলেশ্বর’-এর অনন্য উদ্যোগ কালীগঞ্জে “জনতার মুখোমুখি আগামীর এমপি” অনুষ্ঠানে জনসংযোগ করলেন জামায়াত প্রার্থী আবু তালিব পিরোজপুরে জামায়াতের পক্ষকালব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

সাবেক এমপি রুস্তম আলী ফরাজীর গ্রেফতার ও শাস্তির দাবিতে পিরোজপুরে বিক্ষোভ

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
পিরোজপুরের মঠবাড়িয়ায় সাবেক এমপি ড. রুস্তম আলী ফরাজীর গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সচেতন নাগরিক সমাজ। বক্তারা তাকে গণঅভ্যুত্থান ও জনগণের ভোটাধিকার হরণের দায়ে বিচারের আওতায় আনার দাবি জানান।

পিরোজপুরের মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য ড. রুস্তম আলী ফরাজীর গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সচেতন নাগরিক সমাজ। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভে অংশ নেন শতাধিক স্থানীয় নাগরিক, শিক্ষার্থী ও পেশাজীবী। তারা রুস্তম আলী ফরাজীর বিরুদ্ধে গণঅভ্যুত্থান-পরবর্তী সহিংসতা, দুর্নীতি ও জনগণের ভোটাধিকার হরণের অভিযোগে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন সচেতন নাগরিক সমাজের সমন্বয়ক কামাল হোসেন দুলাল। বক্তব্য রাখেন সমন্বয়ক সোয়েব সামস্ শওকত, কাওসার মল্লিক, নুরুন্নবী, সওগাতুল আলম সগীর, ও আবু হানিফ মাতুব্বর প্রমুখ।

বক্তারা বলেন, “২০২৪ সালের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলার দায় এবং আলেম-ওলামা হত্যার ষড়যন্ত্রে জড়িত সাবেক এমপি রুস্তম আলী ফরাজীকে দ্রুত গ্রেফতার ও বিচারের মুখোমুখি করতে হবে।”

তারা অভিযোগ করেন, ফরাজী সংসদে যুদ্ধাপরাধ আইন উত্থাপন করে ধর্মীয় বিদ্বেষ ও রাজনৈতিক প্রতিশোধের পরিবেশ সৃষ্টি করেছিলেন, যা গণতন্ত্র ও ন্যায়বিচারের পরিপন্থী।

সমাবেশ শেষে শহীদ মিনার চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। অংশগ্রহণকারীরা “দুর্নীতিবাজদের বিচার চাই”, “রুস্তম আলী ফরাজীকে গ্রেফতার করো” স্লোগান দেন।

বিক্ষোভ শেষে আয়োজকরা বলেন, “জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে এবং বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে এ আন্দোলন অব্যাহত থাকবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট