1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর বাংলাদেশ ফুটবল দল পেল ২ কোটি টাকার পুরস্কার ভ্যাট সঠিকভাবে সরকারে পৌঁছানো নিশ্চিত করতে হবে: অর্থ উপদেষ্টা সচিবালয়ে অবরুদ্ধ অবস্থায় ৬ ঘণ্টা কাটিয়ে অর্থ উপদেষ্টা নিরাপদে ত্যাগ করলেন যুক্তরাষ্ট্রে পর্যটকদের সোশ্যাল মিডিয়া ইতিহাস আবেদনের নতুন প্রস্তাব পিরোজপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবসের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কাহারোলে বিএনপির ফ্রি মেডিক্যাল ক্যাম্প, গ্রামীণ জনসেবায় ব্যাপক সাড়া উচ্চশিক্ষায় পিছিয়ে পড়া পিরোজপুরকে এগিয়ে নিতে ‘বলেশ্বর’-এর অনন্য উদ্যোগ কালীগঞ্জে “জনতার মুখোমুখি আগামীর এমপি” অনুষ্ঠানে জনসংযোগ করলেন জামায়াত প্রার্থী আবু তালিব পিরোজপুরে জামায়াতের পক্ষকালব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

পিরোজপুরে বিএনপি নেতার দুই শতাধিক কলাগাছ কেটে ফেলার অভিযোগে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
পিরোজপুরের ইন্দুরকানীতে বিএনপি নেতা আলতাফ হোসেনের দুই শতাধিক কলাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা শাহজাহান হাওলাদারের বিরুদ্ধে। জমি দখলকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় জমি দখলকে কেন্দ্র করে বিএনপি নেতার দুই শতাধিক কলাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত বিএনপি নেতা ও ০৪নং ইন্দুরকানী সদর ইউনিয়ন বিএনপির উপদেষ্টা মো. আলতাফ হোসেন হাওলাদার।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে সরেজমিনে দক্ষিণ ইন্দুরকানী গ্রামে গিয়ে দেখা যায়, আলতাফ হোসেনের জমিতে লাগানো দুই শতাধিক কলাগাছ কেটে ফেলা হয়েছে। কাটা গাছগুলোর অনেকগুলোতেই পাকা কলা ও কলার মোচা ঝুলে ছিল।

অভিযুক্ত ব্যক্তি ০৪নং দক্ষিণ ইন্দুরকানী ওয়ার্ড আওয়ামী লীগ সহ-সভাপতি মো. শাহজাহান হাওলাদার ওরফে কুড়াল শাহজাহান। তার বিরুদ্ধে এলাকায় জমি দখল, মানুষকে মারধর, পশু হত্যা, নারীদের কু-প্রস্তাব ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির মতো নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে কলাগাছ কেটে ফেলার পর ভুক্তভোগী আলতাফ হোসেন ইন্দুরকানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

তিনি বলেন, “আমি বাবার কাছ থেকে জমিটি ক্রয় করেছি এবং দখল নিয়ে সেখানে কলাগাছ লাগাই। কিন্তু আমার বড় ভাই শাহজাহান হাওলাদার জোর করে জমিটি দখল করার চেষ্টা করছে। কলা পাকা অবস্থায় সে গাছগুলো কেটে ফেলেছে।”

অন্যদিকে, অভিযুক্ত আওয়ামী লীগ নেতা শাহজাহান হাওলাদার দাবি করেন, “ওই জমি আমার মায়ের, আর ওয়ারিশ সূত্রে আমিও ওই জমির মালিক। আলতাফ একাই জমিটি ভোগ করছে, আমাকে কোনো অংশ দিচ্ছে না। তাই আমি কিছু কলাগাছ কেটেছি। এতে আমার যে জরিমানা হয়, তা দিতে আমি প্রস্তুত।”

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন বলেন, “কলাগাছ কাটার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট