1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীলঙ্কাকে ৭৮ রানে হারালো বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ কুতুবদিয়ায় প্রধান শিক্ষকের মামলায় আটকে আছে ৩২ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতি হাঙ্গেরির প্রধানমন্ত্রী অরবান দাবি: ইউরোপ ২০৩০ সালের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ঝিনাইদহে উদযাপিত বিশ্ব মৃত্তিকা দিবস: স্বাস্থ্যকর মাটির গুরুত্বে আলোচনা ও কুইজ প্রতিযোগিতা ২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে – ব্রিটিশ হাইকমিশনার ঝিনাইদহে ছোট ভাইয়ের বটির আঘাতে বড় ভাই নিহত দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর ভোটার সমাবেশে মাওলানা কবিরুল ইসলামের গুরুত্বপূর্ণ বক্তব্য জামালপুরে বাস চাপায় অটোরিক্সার এক যাত্রী নিহত, আহত ৫ ২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি

ইন্দুরকানীতে মাওলানা তোফায়েল আহমেদ ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুরের ইন্দুরকানীতে মাওলানা তোফায়েল আহমেদ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী ক্যাম্পে শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও চোখের পরীক্ষা সেবা প্রদান করা হয়।

পিরোজপুরের ইন্দুরকানীতে মাওলানা তোফায়েল আহমেদ ফাউন্ডেশনের আয়োজনে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পশ্চিম চরবলেশ্বর গ্রামে এ সেবামূলক কর্মসূচি পরিচালিত হয়।

ক্যাম্পে শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ বিতরণ এবং চোখের উন্নত পরীক্ষা প্রদান করা হয়। সেবার মধ্যে ছিল— ব্লাড গ্রুপিং, চোখের ছানি পরীক্ষা ও অপারেশন, চোখের নেত্রনালীর সমস্যা চিহ্নিতকরণ এবং সাধারণ চিকিৎসা সেবা।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যক্ষ জহিরুল হক। এতে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ আরিফ বিল্লাহ, আর সঞ্চালনা করেন ফাউন্ডেশনের পরিচালক ও বাইতুল হামদ জামে মসজিদের ইমাম মুহাম্মদ শরীফ বিল্লাহ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— উপদেষ্টা জাকির হোসেন হাওলাদার ও কাজী রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ড. মুসা খান, সেক্রেটারি রফিকুল ইসলাম, এবং তরুণ সমাজসেবক মো. শোয়াইব শিকদার প্রমুখ।

বক্তারা বলেন, “সেবা দানের ব্রত নিয়েই মাওলানা তোফায়েল আহমেদ ফাউন্ডেশন কাজ শুরু করেছে।” ফাউন্ডেশনটি কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, বরং প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়ন, ধর্মীয় ও নৈতিক শিক্ষার সম্প্রসারণ, নারী সমাজের মর্যাদা বৃদ্ধি এবং যুবসমাজকে মাদকাসক্তি থেকে দূরে রাখার লক্ষ্যে কাজ করছে।

তারা আরও জানান, ফাউন্ডেশনটি ভবিষ্যতে শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক উন্নয়ন কেন্দ্র ও অন্যায় প্রতিরোধমূলক সংগঠন হিসেবে কাজ করবে। বক্তারা ফাউন্ডেশনের অগ্রযাত্রাকে সাধুবাদ জানান এবং সহযোগিতার আহ্বান জানান।

পরে বিকেলে ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার ও ফাউন্ডেশনের উপদেষ্টা হাসান-বিন মুহাম্মদ আলী ক্যাম্প পরিদর্শনে আসেন। এ সময় ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি উন্নত মানের মাদ্রাসা প্রতিষ্ঠার প্রস্তাব দিলে তিনি এতে সম্মতি প্রকাশ ও সহযোগিতার আশ্বাস দেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট