1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
নিউজিল্যান্ড পার্লামেন্টে প্রতিবাদে নেচে নেচে বিল ছিঁড়লেন তরুণী এমপি - RT BD NEWS
রবিবার, ১১ মে ২০২৫, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচির হুঁশিয়ারি ঝিনাইদহে লিচু গাছে উঠে পড়ে দিনমজুরের মর্মান্তিক মৃত্যু পিরোজপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বজ্রপাতে মৃত দুই কৃষক পরিবারকে তারেক রহমানের মানবিক সহায়তা পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জিএসটি ভর্তি পরীক্ষা শাহবাগে খালেদা জিয়া এলে পৃথিবীর সবচেয়ে স্বর্গীয় দৃশ্য হতো’—পিনাকী হামলার আশঙ্কায় ভারতজুড়ে নিরাপত্তা ২৪ বিমানবন্দর ও বন্দর স্থগিত ভারত-পাকিস্তান ড্রোন যুদ্ধ: দক্ষিণ এশিয়ায় বিপজ্জনক অধ্যায়ের সূচনা যমুনার সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বড় জমায়েত পাকিস্তানের আকাশসীমায় ৭৭টি ভারতীয় ড্রোন ভূপাতিত

নিউজিল্যান্ড পার্লামেন্টে প্রতিবাদে নেচে নেচে বিল ছিঁড়লেন তরুণী এমপি

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
নিউজিল্যান্ড পার্লামেন্টে প্রতিবাদে নেচে নেচে বিল ছিঁড়লেন তরুণী এমপি

নিউজিল্যান্ডের প্রাচীন মাওরি জনজাতির অধিকার কেড়ে নেওয়ার অভিযোগে বিতর্কিত একটি বিল নিয়ে পার্লামেন্টে উত্তেজনা চরমে পৌঁছেছে। লিবার্টেরিয়ান অ্যাক্ট পার্টির প্রস্তাবিত বিলটি নিয়ে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) প্রথম পাঠে ঘটে নজিরবিহীন এক ঘটনা। দেশটির কনিষ্ঠতম এমপি এবং মাওরি সম্প্রদায়ের প্রতিনিধি হানা-রাউহিতি কারিরিকি মাইপি-ক্লার্ক (মাইপি ক্লার্ক) এই বিলের কপি ছিঁড়ে ফেলেন এবং ঐতিহ্যবাহী মাওরি নৃত্য ‘হাকা’ পরিবেশন করে প্রতিবাদ জানান।

বিলটি নিউজিল্যান্ডের বিখ্যাত ‘ওয়েতাঙ্গির চুক্তি’ সংশোধনের প্রস্তাব দেয়। ১৮৪০ সালের এই ঐতিহাসিক চুক্তি ব্রিটিশ উপনিবেশবাদী প্রশাসন ও মাওরি প্রধানদের মধ্যে স্বাক্ষরিত হয়। এটি মাওরি জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ দলিল। তবে নতুন আইনে এই চুক্তির শর্তগুলো পরিবর্তনের মাধ্যমে মাওরি জনগণের জমি, সম্পদ এবং সাংস্কৃতিক অধিকার হ্রাসের শঙ্কা তৈরি হয়েছে।

নিউজিল্যান্ড পার্লামেন্ট, মাওরি জনজাতি, অধিকার নিয়ে বিতর্ক, হানা রাউহিতি কারিরিকি মাইপি ক্লার্ক, ওয়েতাঙ্গির চুক্তি, নিউজিল্যান্ডের আইন, মাওরি সংস্কৃতি, হাকা নৃত্য, মাওরি অধিকার আন্দোলন, নিউজিল্যান্ডের বিক্ষোভ, শান্তিপূর্ণ পদযাত্রা, মাওরি প্রতিবাদ।

বিলটি উত্থাপনের সঙ্গে সঙ্গে পার্লামেন্টে শুরু হয় তীব্র বিতর্ক। সরকারি ও বিরোধী দলের সদস্যরা একে অপরের বিরুদ্ধে তীব্র আক্রমণ শুরু করলে স্পিকার সাময়িকভাবে অধিবেশন স্থগিত করেন।

এই পরিস্থিতিতে মাওরি সম্প্রদায়ের প্রতিনিধি মাইপি ক্লার্ক সাহসী প্রতিবাদ জানান। ভিডিও ফুটেজে দেখা যায়, তিনি মাওরি ঐতিহ্যের ‘হাকা’ পরিবেশন করেন। এটি গর্ব, শক্তি এবং ঐক্যের প্রতীক হিসেবে মাওরি সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি তিনি বিলের কপি ছিঁড়ে ফেলে এই উদ্যোগের প্রতি তার প্রতিবাদ স্পষ্ট করেন।

নিউজিল্যান্ডের মাওরি জনগোষ্ঠী বিলের প্রতিবাদে নয় দিনের ‘হিকোই’ (শান্তিপূর্ণ পদযাত্রা) শুরু করেছে। হাজারো মানুষ এতে অংশ নিয়েছেন, যা আগামী মঙ্গলবার রাজধানী ওয়েলিংটনে সমাপ্ত হবে। সেখানে বড় ধরনের বিক্ষোভের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

মাওরি জনগণ দেশের মোট জনসংখ্যার প্রায় ১৮ শতাংশ। কিন্তু তারা দীর্ঘদিন ধরে স্বাস্থ্য, শিক্ষা এবং অর্থনৈতিক সুযোগের ক্ষেত্রে বৈষম্যের শিকার। নতুন বিলটি তাদের সাংস্কৃতিক এবং ঐতিহাসিক অধিকার ক্ষুণ্ন করবে বলে দাবি করছেন নেতারা।

‘হাকা’ মাওরি সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি সাধারণত যুদ্ধের আগে যোদ্ধাদের উজ্জীবিত করতে, উৎসবে গর্ব প্রকাশ করতে বা শোক প্রকাশে পরিবেশন করা হয়। মাইপি ক্লার্কের এই প্রতীকী প্রতিবাদ মাওরি জনগোষ্ঠীর ঐক্য এবং তাদের অধিকারের প্রতি গভীর শ্রদ্ধার প্রকাশ।

মাইপি ক্লার্ক বলেন, “আমাদের পূর্বপুরুষরা এই চুক্তি করেছিলেন আমাদের অধিকার সুরক্ষার জন্য। এটি শুধু একটি আইন নয়, এটি আমাদের অস্তিত্বের সঙ্গে জড়িত।” অন্যদিকে, লিবার্টেরিয়ান অ্যাক্ট পার্টির পক্ষ থেকে বলা হয়েছে, “বিলটি দেশের উন্নতির জন্য প্রস্তাবিত হয়েছে। এতে কোনো সম্প্রদায়ের প্রতি অবিচার করা হবে না।”

নতুন বিলটি নিয়ে মাওরি সম্প্রদায়ের ক্ষোভ আরও বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই বিক্ষোভ শুধু আইন প্রণয়নের বিরুদ্ধেই নয়, এটি মাওরি জনগোষ্ঠীর দীর্ঘদিনের বঞ্চনার প্রতিফলন। ওয়েলিংটনের বিক্ষোভের পর সরকারের ওপর আরও চাপ তৈরি হবে বলে মনে করা হচ্ছে।

এদিকে আন্তর্জাতিক অঙ্গনেও এই প্রতিবাদের খবর পৌঁছে গেছে। নিউজিল্যান্ডের মাওরি সংস্কৃতি ও তাদের অধিকার রক্ষার এই লড়াই দেশটির গণতান্ত্রিক মূল্যবোধের জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট