1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ ভারতে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা পুতিনের সহকারী অধ্যাপক ড. আক্তার হাসানের ইন্তেকাল: কালীগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন দিঘলিয়ায় ৮ দলের সমাবেশে যোগ দেওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে দিলেন সভাপতি

দেবীগঞ্জ জলপাই হাটে দিনে কোটি টাকার লেনদেন

এম.এম.এ.জিন্নাহ্ রানা, পঞ্চগড় প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
পঞ্চগড়ের দেবীগঞ্জ হাটে প্রতিদিন প্রায় কোটি টাকার জলপাই বেচাকেনা হয়। দেশের বিভিন্ন জেলা থেকে চাষি ও পাইকাররা এসে অংশ নিচ্ছেন এই ঐতিহ্যবাহী জলপাই বাজারে, যা গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার দেবদারু তলায় অবস্থিত ঐতিহ্যবাহী জলপাই হাটে প্রতিদিন চলে ব্যাপক বেচাকেনা। সকাল থেকে জমে ওঠা এ হাটে পঞ্চগড়সহ আশপাশের পাঁচ জেলার চাষিরা ভ্যান, পিকআপ ও ট্রাক ভর্তি জলপাই নিয়ে আসেন। এরপর আড়তে স্তূপ করে রাখা হয় সবুজ জলপাই, শুরু হয় পাইকারি ক্রয়-বিক্রয়।

দেশের বিভিন্ন জেলা থেকে পাইকার ও ব্যবসায়ীরা এখানে জলপাই কিনতে আসেন, এমনকি এখানকার জলপাই বিদেশেও রপ্তানি হয়। প্রতিবছর ভাদ্র মাস থেকে শুরু হয়ে প্রায় পাঁচ মাস চলে এই বেচাকেনা। চাষিরা জানান, ৩০ থেকে ৮০ টাকা কেজি দরে জলপাই বিক্রি হয়, যা থেকে তারা বছরে লাখ লাখ টাকা আয় করেন। এতে গ্রামীণ অর্থনীতিতে প্রাণ ফিরে আসে এবং স্থানীয় বেকারদের কর্মসংস্থান হয়।

বিশেষ সূত্রে জানা গেছে, প্রতিদিন এই হাটে প্রায় কোটি টাকার লেনদেন হয়। সরকারেরও এখানে থেকে বিপুল রাজস্ব আয় হয়। হাট কর্তৃপক্ষ জানায়, জলপাই হাটকে ঘিরে প্রায় দেড় হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। তাই হাটের উন্নয়নে সরকারি সহায়তা কামনা করেছেন ব্যবসায়ীরা।

ইজারাদার আসাদুজ্জামান সুমন বলেন, “দেবীগঞ্জ হাট জলপাইয়ের জন্য বিখ্যাত। পাশাপাশি বাতাবি লেবু ও পানসহ নানা পণ্যও বিক্রি হয়। দেশের বিভিন্ন এলাকা থেকে বড় কোম্পানির প্রতিনিধিরাও জলপাই ও বাতাবি লেবু কিনতে আসেন।”

উপজেলা কৃষি কর্মকর্তা নাঈম মোর্শেদ জানান, “এই জলপাই হাটের কারণেই এলাকায় জলপাই ও বাতাবি লেবু চাষ বেড়েছে। আমরা চাষিদের নিয়মিত খোঁজখবর রাখছি এবং প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি।”

দেবীগঞ্জের এই জলপাই হাট এখন কেবল বেচাকেনার স্থান নয়, বরং উত্তরাঞ্চলের গ্রামীণ অর্থনীতির প্রাণকেন্দ্র হিসেবে পরিণত হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট