1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ ভারতে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা পুতিনের সহকারী অধ্যাপক ড. আক্তার হাসানের ইন্তেকাল: কালীগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন দিঘলিয়ায় ৮ দলের সমাবেশে যোগ দেওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে দিলেন সভাপতি

জামালপুরে এসিডযুক্ত ঘাস খেয়ে ৪ গরুর মৃত্যু, অসুস্থ আরও ৮

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
জামালপুরে এসিড মেশানো ঘাস ও পানি খেয়ে কৃষক হেকমত আলীর ৪টি গরুর মৃত্যু হয়েছে। আরও ৮টি গরু অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন। ব্যাটারি পোড়ানোর কারখানার বর্জ্যেই ঘটেছে এ প্রাণহানি বলে জানিয়েছেন প্রাণিসম্পদ কর্মকর্তা।

জামালপুরে এসিড মেশানো ঘাস ও পানি খেয়ে হেকমত আলী নামের এক কৃষকের ৪টি গরুর মৃত্যু হয়েছে। এ ছাড়া আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে আরও ৮টি গরু। বুধবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ইটাইল ইউনিয়নের মির্জাপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়ে নিঃস্ব হয়ে গেছে পরিবারটি। একই ঘটনায় স্থানীয়দের হাঁস, মুরগি ও ছাগলও মারা গেছে।

সংবাদ পেয়ে নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ সজিবের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পরে দুপুরে সংশ্লিষ্ট কারখানার ১৯ জন কর্মচারীকে আটক করে পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, জামালপুর সদর উপজেলার ইটাইল ইউনিয়নের মির্জাপুর গ্রামের সীমান্তবর্তী তুলশিরচর ইউনিয়নের ডিগ্রীরচর এলাকায় একটি পুরাতন ব্যাটারি পোড়ানোর কারখানা গড়ে তোলা হয়। কোনো ধরনের পরিবেশগত ছাড়পত্র বা পরিকল্পনা ছাড়াই ‘বালুখোর আপেল’-এর সহযোগিতায় শেরপুরের লিখন নামের ব্যক্তি এই কারখানা চালু করেন।

সেখানে পুরনো অটোরিকশা ও চার্জার ভ্যানের ব্যাটারি ক্রয় করে তার বিষাক্ত সিসা ও অ্যাসিড পুনর্ব্যবহার করা হয়। বর্জ্য পদার্থগুলো স্থানীয় ফসলি জমি ও ব্রহ্মপুত্র নদে ফেলা হয়। এর ফলে আশপাশের কৃষিজমি, জনস্বাস্থ্য ও বাস্তুতন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেন।

মির্জাপুর গ্রামের মৃত নিজামের ছেলে হেকমত আলী ভুমিহীন হওয়ায় প্রায় ৩০ বছর আগে স্ত্রীর বাড়িতে বসবাস শুরু করেন। কৃষিকাজ ও গরুর দুধ বিক্রি করে দুই মেয়ে ভাবনা ও লিমার পড়ালেখার খরচ চালাতেন তিনি।
কিন্তু বুধবার সকালে মাঠে চরানো গরুগুলো ঘাস খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে। এর মধ্যে ৪টি গরু মারা যায়, বাকি গরুগুলো চিকিৎসাধীন রয়েছে।

কৃষকের মেয়ে ভাবনা ও লিমা বলেন, “আমাদের কোনো জমি নেই। গরুগুলোই ছিল একমাত্র ভরসা। সব শেষ হয়ে গেল, এখন আমরা কী করব?”

ময়মনসিংহ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুলাইমান সরকার বলেন, “জামালপুর মেডিকেল টিম সার্বক্ষণিক চিকিৎসা দিয়েছে। আমি গিয়ে ৪টি গরুকে মৃত পাই এবং অন্যান্য গরু চিকিৎসাধীন ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারখানার বর্জ্য থেকে বিষাক্ত পদার্থ পানিতে মিশে গিয়ে এই প্রাণহানি ঘটেছে।”
তিনি আরও বলেন, “এটি শুধু গবাদি পশুর নয়, মানবস্বাস্থ্যের জন্যও মারাত্মক হুমকি।”

এ বিষয়ে মন্তব্য জানতে নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ সজিবকে ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি। স্থানীয় প্রশাসন বিষয়টি তদন্তের আশ্বাস দিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট