
তানজানিয়ায় নির্বাচনকে কেন্দ্র করে ভয়াবহ সহিংসতার ঘটনায় তিন দিনে প্রায় ৭০০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির প্রধান বিরোধী দল চাদেমা (CHADEMA)। শুক্রবার (৩১ অক্টোবর) দেশটির অর্থনৈতিক রাজধানী দারুস সালাম থেকে দলের মুখপাত্র জন কিটোকা এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
চাদেমার মুখপাত্র জানান, নিহতদের মধ্যে দারুস সালামেই ৩৫০ জন এবং মওয়ানজা অঞ্চলে ২০০ জনের বেশি। দেশের অন্যান্য এলাকায় সংঘটিত সহিংসতায় মোট নিহতের সংখ্যা আনুমানিক ৭০০ জনে পৌঁছেছে।
একটি নিরাপত্তা সূত্র আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি (AFP)-কে জানিয়েছে, তারা একই সংখ্যার নিহতের খবর শুনেছে। এই তথ্য ইতোমধ্যেই তানজানিয়ার সেনাবাহিনীর মধ্যেও ছড়িয়ে পড়েছে।
অন্যদিকে, মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, তারা এখন পর্যন্ত অন্তত ১০০ জন নিহতের সুস্পষ্ট প্রমাণ পেয়েছে।
জন কিটোকা বলেন, “চাদেমার পক্ষ থেকে যে নিহতের সংখ্যা প্রকাশ করা হয়েছে, তা দলের সদস্যদের একটি নেটওয়ার্কের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে। তারা হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে মরদেহের সংখ্যা গণনা করেছে।”
স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকগুলোর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও, তারা নিরাপত্তা আশঙ্কায় এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
সরকারের প্রতি কিটোকার আহ্বান— “আমাদের বিক্ষোভকারীদের হত্যা বন্ধ করুন, পুলিশি নির্যাতন বন্ধ করুন এবং জনগণের ইচ্ছার প্রতি সম্মান দেখান। এটাই প্রকৃত নির্বাচনী ন্যায়বিচার।”
তিনি আরও বলেন, “আসলে কোনো নির্বাচনই হয়নি। আমাদের একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজন, যা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথ সুগম করবে।”